আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 196

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 196



*********************


❑ 1. সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ? 
Ans : অস্ট্রেলিয়া 

❑ 2. কোন সালের নাগরিকত্ব আইনকে সংশোধনের জন্য 2016 সালে এই বিলটি প্রথমবার লোকসভায় উত্থাপন করা হয় ? 
Ans : 1955

❑ 3. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার কোন ধারায় উল্লেখিত ? 
Ans : ধারা 29 - 30

❑ 4. মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার ছিল ? 
Ans : 7 টি 

❑ 5. ধারা - 31 কে কোন সালে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ? 
Ans : 1978 

❑ 6. রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বয়স হতে হবে ? 
Ans : 30 বছর 

❑ 7. বিধানসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বয়স হতে হবে ? 
Ans : 25 বছর 

❑ 8. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন ? 
Ans : 12 জন

❑ 9. ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : সর্দার বল্লভভাই প্যাটেল 

❑ 10. ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন ? 
Ans : জওহরলাল নেহেরু
⧩ 11. পূর্ব ও মধ্য-দক্ষিণ আফ্রিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায় ? 
Ans : সাভানা জলবায়ু 

⧩ 12. পশ্চিম-পূর্ব এশিয়া, উত্তর অস্ট্রেলিয়ায় কোন ধরনের জলবায়ু দেখা যায় ? 
Ans : উষ্ণ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু 

⧩ 13. টাকলা মাকান মরুভূমি কোন দেশে অবস্থিত ? 
Ans : চীন 

⧩ 14. কারাকুম মরুভূমি কোন দেশে অবস্থিত ? 
Ans : তুর্কমেনিস্তান 

⧩ 15. মাঞ্চুরিয়ান অঞ্চল দেখা যায় কোন দেশে প্রধানত ? 
Ans : রাশিয়া 

⧩ 16. সম মেঘাচ্ছন্নতা যুক্ত স্থানকে যুক্তকারী রেখা কে কি বলে ? 
Ans : আইসোনেফ 

⧩ 17. সবচেয়ে লবণতা পূর্ণ সমুদ্র টি হলো ? 
Ans : ডেড সি

⧩ 18. ব্রিটিশ কলম্বিয়া ও আলাস্কা উপকূল বরাবর কোন স্রোত প্রবাহিত হয় ? 
Ans : আলাস্কা স্রোত 

⧩ 19. পশ্চিম আফ্রিকার উপকূলে কোন স্রোত প্রবাহিত হয় ? 
Ans : গিনিয়া স্রোত 

⧩ 20. পেরু স্রোত কোন মহাসাগরীয় স্রোত ? 
Ans : শীতল প্রকৃতির প্রশান্ত মহাসাগরীয় স্রোত