আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 195
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 195
*********************
276. নমাডিক এলিফ্যান্ট সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : মঙ্গোলিয়া
🎲 277. গাড়ুদা শক্তি সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : ইন্দোনেশিয়া
🎲 278. শক্তি সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : ফ্রান্স
🎲 279. সূর্য কিরণ সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : নেপাল
🎲 280. হ্যান্ড ইন হ্যান্ড সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : চীন
📚 281. ICC কবে স্থাপিত হয় ?
Ans : 1909 সালে
📚 282. BRICS সংগঠন কবে তৈরি হয় ?
Ans : 2006 সালে
📚 283. BIMSTEC সংগঠন কবে তৈরি হয় ?
Ans : 1997 সালে
📚 284. OPEC সংগঠন কবে তৈরি হয় ?
Ans : 1960 সালে
📚 285. APEC সংগঠন কবে তৈরি হয় ?
Ans : 1989 সালে
📚 286. ASEAN সংগঠন কবে তৈরি হয় ?
Ans : 1967 সালে
📚 287. NATO সংগঠন কবে স্থাপিত হয় ?
Ans : 1949 সালে
📚 288. G-20 সংগঠন কবে স্থাপিত হয় ?
Ans : 1999 সালে
📚 289. G-8 সংগঠন কবে স্থাপিত হয় ?
Ans : 1975 সালে
📚 290. WTO সংস্থা কবে স্থাপিত হয় ?
Ans : 1995 সালে
⧉ 291. ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 24 টি
⧉ 292. কফি গাছের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 44 টি
⧉ 293. আলুর ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 48 টি
⧉ 294. পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 16 টি
⧉ 295. চা এর ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 30 টি
⧉ 296. মটরের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 14 টি
⧉ 297. টমেটোর ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 24 টি
⧉ 298. শসার ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 14 টি
⧉ 299. তরমুজের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 22 টি
⧉ 300. গমের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans : 42 টি