আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 197
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 197
*********************
➲ 21. এম এস গোলওয়ালকর - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : গুরুজি
➲ 22. জয়প্রকাশ নারায়ণ - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : লোকনায়ক
➲ 23. পন্ডিত মদনমোহন মালব্য - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : মহামান্য
➲ 24. শেখ মহম্মদ আবদুল্লা - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : শের-ই-কাশ্মীর
➲ 25. চক্রবর্তী রাজাগোপালাচারী - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : রাজাজি
➲ 26. শেখ মুজিবর রহমান - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : বঙ্গবন্ধু
➲ 27. দাদাভাই নৌরজি - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া
➲ 28. টি প্রকাশম - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : অন্ধ্র কেশরি
➲ 29. জয়নুল আবেদিন - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : কাশ্মীরের আকবর
➲ 30. ভগৎ সিং - এর পরিচিত নাম কি ছিল ?
Ans : শহিদ-এ-আজম
✍ 32. মসৃন ER এর কাজ কি ?
✍ 33. কোশপর্দার বাইরে অবস্থিত গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডের আস্তরণকে বলে ?
✍ 34. কোশে টাইট-জংশন এই কাজ হলো ?
✍ 35. DNA gyrase উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের জন্য হল ?
✍ 36. প্রাণীদেহের দীর্ঘতম কোশ কোনটি ?
✍ 37. রোডোপ্লাস্ট এর কাজ কি ?
✍ 38. সেন্ট্রজোম কে আবিষ্কার করেন ?
✍ 39. কোশের কেন্দ্রীয় দানাদার সাইটোপ্লাজম কে কি বলা হয় ?
✍ 31. ইউক্যারিওটিক কোশের মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের রাইবোজোমের প্রকৃতি হল ?
Ans : 70S
✍ 32. মসৃন ER এর কাজ কি ?
Ans : প্রোটিন সংশ্লেষ
✍ 33. কোশপর্দার বাইরে অবস্থিত গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডের আস্তরণকে বলে ?
Ans : গ্লাইকোক্যালিক্স
✍ 34. কোশে টাইট-জংশন এই কাজ হলো ?
Ans : কোশান্তর স্থান থেকে পদার্থের প্রবেশে বাধা দেওয়া
✍ 35. DNA gyrase উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের জন্য হল ?
Ans : লিপিড জৈব-সংশ্লেষ
✍ 36. প্রাণীদেহের দীর্ঘতম কোশ কোনটি ?
Ans : স্নায়ুকোশ বা নিউরোন
✍ 37. রোডোপ্লাস্ট এর কাজ কি ?
Ans : লাল বর্ণযুক্ত, ফল ও বীজের বিস্তারে সাহায্য করে
✍ 38. সেন্ট্রজোম কে আবিষ্কার করেন ?
Ans : ভ্যান বেনেডেন
✍ 39. কোশের কেন্দ্রীয় দানাদার সাইটোপ্লাজম কে কি বলা হয় ?
Ans : এন্ডোপ্লাজম
✍ 40. কোন ধরনের প্লাস্টিডে প্রোটিনজাতীয় খাদ্য সঞ্চিত থাকে ?
✍ 40. কোন ধরনের প্লাস্টিডে প্রোটিনজাতীয় খাদ্য সঞ্চিত থাকে ?
Ans : অ্যালিউরোপ্লাস্ট