আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 194
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 194
*********************
🌈 256. রাজস্থানের রাজ্য ফুল কি ?
Ans : রোহিরা
🌈 257. গুজরাটের রাজ্য ফুল কি ?
Ans : গাঁদা
🌈 258. মহারাষ্ট্রের রাজ্য ফুল কি ?
Ans : জরুল
🌈 259. কর্ণাটকের রাজ্য ফুল কি ?
Ans : পদ্ম
🌈 260. কেরালার রাজ্য ফুল কি ?
Ans : গোল্ডেন শাওয়ার
⦿ 261. লিথারেজের রাসায়নিক নাম কি ?
Ans : লেড মনোঅক্সাইড (PbO)
⦿ 262. ব্যারাইটার রাসায়নিক নাম কি ?
Ans : বেরিয়াম হাইড্রক্সাইড (Ba(OH)2)
⦿ 263. বালির রাসায়নিক নাম কি ?
Ans : সিলিকন ডাই অক্সাইড (SiO2)
⦿ 264. নেসলার বিকারকের রাসায়নিক নাম কি ?
Ans : পটাশিয়াম টেট্রা আয়োডো মারকিউরেট ( K2[HgI4] )
⦿ 265. পাইরোগ্যাললের রাসায়নিক নাম কি ?
Ans : বেঞ্জিন 1,2,3 ট্রাই অল (C6H3(OH)3)
⦿ 266. কাঁদানে গ্যাসের রায়াসনিক নাম কি ?
Ans : ক্লোরোপিকরিন (CCl3NO2)
⦿ 267. ফসজিনের রাসায়নিক নাম কি ?
Ans : কার্বনিল ক্লোরাইড (COCl2)
⦿ 268. ওয়াটার গ্লাস এর রাসায়নিক নাম কি ?
Ans : সোডিয়াম সিলিকেট (Na2SiO3)
⦿ 269. লিমোনাইটের রাসায়নিক নাম কি ?
Ans : আদ্র ফেরিক অক্সাইড (Fe2O3, 3H2O)
⦿ 270. ক্যালোমেলের রাসায়নিক নাম কি ?
Ans : মারকিউরাস ক্লোরাইড (Hg2Cl2)
🎲 271. সম্প্রীতি সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : বাংলাদেশ
🎲 272. মিত্র শক্তি সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : শ্রীলঙ্কা
🎲 273. মৈত্রী সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : থাইল্যান্ড
🎲 274. ভাজরা প্রহার সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : আমেরিকা যুক্তরাষ্ট্র
🎲 275. য়ুধ অভ্যাস সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?
Ans : আমেরিকা যুক্তরাষ্ট্র