আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 59
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 59 ********************* ◒ 101. সংবিধানের রাজ্যপালের পদ সংক্রান্ত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ? Ans : ভারত শাসন আইন 1935 ◒ 102. সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সংক্রান্ত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ? Ans : ভারত শাসন আইন 1935 ◒ 103. সংবিধানের একক নাগরিকত্ব সম্পর্কিত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ? Ans : ব্রিটিশ সংবিধান ◒ 104. সংবিধানের আইনের অনুশাসন সম্পর্কিত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ? Ans : ব্রিটিশ সংবিধান ◒ 105. সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ? Ans : আমেরিকান সংবিধান ◒ 106. সংবিধানের DPSP এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ? Ans : আইরিশ সংবিধান ◒ 107. সংবিধানের যৌথ তালিকার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ? Ans : অস্ট্রেলিয়ার সংবিধান ◒ 108. সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ? Ans : পূর্বতন সোভিয়েত রাশিয়া ◒ 109. সংবিধানে সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ? An...