আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 57
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 57
*********************
➤ 61. রাইটার্স বিল্ডিং কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : 1777 সালে
➤ 62. বিড়লা প্লানেটরিয়াম কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : 1963 সালে
➤ 63. কলকতার ভারতীয় জাদুঘর কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : 1814 সালে
➤ 64. হাওড়া ব্রিজ কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : 1942 সালে
➤ 65. বেলুড় মঠ কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
: 1897 সালে
➤ 66. শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : 1921 সালে
➤ 67. বড়সোনা মসজিদ কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : 1526 সালে
➤ 68. আদিনা মসজিদ কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : 1373 সালে
➤ 69. গেটওয়ে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : 1924 সালে
➤ 70. ভিক্টরিয়া টারমিনাস কত সালে প্রতিষ্ঠা করা হয় ?
Ans : 1887 সালে
➥ 71. সভা ও সমিতি কোন যুগের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল ?
Ans : ঋকবেদ যুগের
➥ 72. কোন বিখ্যাত শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন ?
Ans : বিম্বিসার
➥ 73. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল ?
Ans : লোথাল
➥ 74. ভারতের ইতিহাসে 'কুনিক' নামে কি বিখ্যাত ছিলেন ?
Ans : অজাতশত্রু
➥ 75. কোন মগধ শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন ?
Ans : বিম্বিসার
➥ 76. কোন নদীর তীরে আলেকজান্ডারের সাথে পুরুশের যুদ্ধ ঘটে ?
Ans : ঝিলাম
➥ 77. 1665 সালে শিবাজী কার সাথে পুরন্দরের চুক্তি স্বাক্ষর করেন ?
Ans : জয় সিং
➥ 78. প্রতিবছর স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
Ans : 7 এপ্রিল
➥ 79. বাঞ্ছারামের বাগান - নাটকটির রচয়িতা কে ?
Ans : উৎপল দত্ত
➥ 80. গৃহপালিত কোন প্রাণীর শরীরে রুমিনেন্ট পাকস্থলী দেখতে পাওয়া যায় ?
Ans : গরু