আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 56
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 56
*********************
✰ 41. এলাহাবাদ হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 1866
✰ 42. অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 2019
✰ 43. বোম্বে হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 1862
✰ 44. ক্যালকাটা হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 1862
✰ 45. ছত্তিশগড় হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 2000
✰ 46. দিল্লী হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 1966
✰ 47. গুয়াহাটি হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 1948
✰ 48. গুজরাট হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 1960
✰ 49. হিমাচল প্রদেশ হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 1971
✰ 50. জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ans : 1928
⦿ 51. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans : প্রণব মুখোপাধ্যায়
⦿ 52. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans : প্রতিভা দেবী সিং পাটিল
⦿ 53. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans : ড: জাকির হোসেন
⦿ 54. কোশের নিউক্লিয়াস এবং কোশ পর্দার মধ্যে অবস্থিত জেলি সদৃশ পদার্থটি হল ?
Ans : সাইটোপ্লাজম
⦿ 55. ব্রিটিশরা কোন সালে ইনল্যান্ড ইমিগ্রেশন এক্ট জারি করে ?
Ans : 1859
⦿ 56. সর্ব শিক্ষা মিশনের অধীনে কত থেকে কত বছর বয়সের শিশুদের শিক্ষার কথা বলা হয়েছে ?
Ans : 6 - 14 বছর
⦿ 57. 'Political freedom is the life breath of a mation' - উক্তিটি কার ?
Ans : অরবিন্দ ঘোষ
⦿ 58. ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ভারতের কোথায় অবস্থিত ?
Ans : দেরাদুন
⦿ 59. ইউরোপে ইউরো মুদ্রাকে কোন সাল থেকে গ্রহণ করা হয় ?
Ans : 1999
⦿ 60. হলদিঘাটের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ans : 1576