আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 58
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 58
*********************
🌈 81. হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত ?
Ans : এলাহাবাদ
🌈 82. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ভারতের কোথায় অবস্থিত ?
Ans : আমেদাবাদ
🌈 83. ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট ভারতের কোথায় অবস্থিত ?
Ans : আনন্দ, গুজরাট
🌈 84. সেন্ট্রাল শিপ এন্ড উল রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত ?
Ans : অভিকানগর
🌈 85. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ভারতের কোথায় অবস্থিত ?
Ans : বেঙ্গালুরু
🌈 86. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্লান্টেশন ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত ?
Ans : বেঙ্গালুরু
🌈 87. সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভারতের কোথায় অবস্থিত ?
Ans : ভোপাল
🌈 88. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ভারতের কোথায় অবস্থিত ?
Ans : ভোপাল
🌈 89. ইন্ডিয়ান ভেটেরিনারী রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত ?
Ans : বারেলি
🌈 90. ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি ভারতের কোথায় অবস্থিত ?
Ans : বেলগাম, রুরকী
⧩ 91. ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক ?
Ans : ইস্পাত
⧩ 92. স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত কে কি বলে ?
Ans : বিকৃতি গুনাঙ্ক
⧩ 93. জল পৃষ্ঠের তরঙ্গ কোন প্রকৃতির তরঙ্গ ?
Ans : তির্যক তরঙ্গ
⧩ 94. ক্যাথোড রশ্মি কি ধরণের তরঙ্গ ?
Ans : তড়িৎচুম্বকীয় তরঙ্গ
⧩ 95. মানুষ কোন ধরণের তরঙ্গ কে সনাক্ত করতে পারে না ?
Ans : আল্ট্রাসোনিক ও ইনফ্রাসোনিক
⧩ 96. শব্দের কোন বৈশিষ্ট্যের উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে ?
Ans : কম্পাঙ্কের উপর
⧩ 97. একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত শব্দ তরঙ্গের ক্ষমতাকে কি বলে ?
Ans : তীব্রতা
⧩ 98. ম্যাক সংখ্যা কত এর বেশি হলে তবে সেটিকে হাইপারসোনিক বলে ?
Ans : 5 এর বেশি
⧩ 99. পর্যবেক্ষক এবং বাধা যেখানে শব্দ প্রতিফলিত হচ্ছে তাদের মধ্যেকার নিম্ন দুরত্ব হলো ?
Ans : 16.6 মিটার
⧩ 100. অডিটোরিয়ামের ছাদের আকৃতি গম্বুজের মতো করা হয় কেন ?
Ans : প্রতিধ্বনি কমানোর জন্য