আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 59
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 59
*********************
◒ 101. সংবিধানের রাজ্যপালের পদ সংক্রান্ত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : ভারত শাসন আইন 1935
◒ 102. সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সংক্রান্ত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : ভারত শাসন আইন 1935
◒ 103. সংবিধানের একক নাগরিকত্ব সম্পর্কিত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : ব্রিটিশ সংবিধান
◒ 104. সংবিধানের আইনের অনুশাসন সম্পর্কিত ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : ব্রিটিশ সংবিধান
◒ 105. সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : আমেরিকান সংবিধান
◒ 106. সংবিধানের DPSP এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : আইরিশ সংবিধান
◒ 107. সংবিধানের যৌথ তালিকার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : অস্ট্রেলিয়ার সংবিধান
◒ 108. সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : পূর্বতন সোভিয়েত রাশিয়া
◒ 109. সংবিধানে সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : দক্ষিণ আফ্রিকা
◒ 110. সংবিধানে আইন নিৰ্দিষ্ট পদ্ধতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
Ans : জাপানের সংবিধান
⬕ 113. অর্জুন আওয়ার্ড দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
⬕ 114. আকবরের দ্বারা নির্মিত পঞ্চমহল কোথায় অবস্থিত ?
⬕ 115. পর্যায় সারণী আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
⬕ 116. ভারতের কোন দুটি অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয় ?
⬕ 117. মাইক্রোচিপে কোন ধরনের মৌল অত্যাধিক ব্যবহৃত হয় ?
⬕ 118. রসায়নের কোন গ্যাসটিকে মার্শ গ্যাস বলা হয় ?
⬕ 119. সুইজারল্যান্ডে কোন বিখ্যাত পর্বতশ্রেণী অবস্থিত ?
⬕ 120. CRY হলো এমন একটি প্রতিষ্ঠান যেটি লড়াই করে _____ এর জন্য ?
⬕ 111. কম্পিউটারে ব্যবহৃত শব্দ IDN এর পুরো কথা কি ?
Ans : Internationalized Domain Name
⬕ 112. লাহোর ও কাশ্মীরে অবস্থিত শালিমার বাগান কোন সময়ে তৈরি ?
Ans : মোঘল যুগে
⬕ 113. অর্জুন আওয়ার্ড দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
Ans : ক্রীড়া বিভাগে
⬕ 114. আকবরের দ্বারা নির্মিত পঞ্চমহল কোথায় অবস্থিত ?
Ans : ফতেপুর সিকরি
⬕ 115. পর্যায় সারণী আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
Ans : মেন্ডেলিভ
⬕ 116. ভারতের কোন দুটি অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয় ?
Ans : পশ্চিমঘাট এবং পূর্ব হিমালয়
⬕ 117. মাইক্রোচিপে কোন ধরনের মৌল অত্যাধিক ব্যবহৃত হয় ?
Ans : সিলিকন
⬕ 118. রসায়নের কোন গ্যাসটিকে মার্শ গ্যাস বলা হয় ?
Ans : মিথেন
⬕ 119. সুইজারল্যান্ডে কোন বিখ্যাত পর্বতশ্রেণী অবস্থিত ?
Ans : আল্পস
⬕ 120. CRY হলো এমন একটি প্রতিষ্ঠান যেটি লড়াই করে _____ এর জন্য ?
Ans : শিশুর অধিকার সুরক্ষা