আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 162
  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 162 ********************* ➲ 81. গান পাউডারের মধ্যে চারকোল, গন্ধক আর কি থাকে ?  Ans :  সল্ট পিটার ➲ 82. গ্যালভানাইজড লোহায় কিসের প্রলেপ দেওয়া থাকে ?  Ans :  জিঙ্ক   ➲ 83. কোন গ্যাসটি মার্শ গ্যাস নামে পরিচিত ?  Ans :  মিথেন   ➲ 84. একটি নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল হলো -  Ans :  নস্টক, অ্যানাবিনা   ➲ 85. কোন শ্রেণীর প্রাণীদের পুঞ্জাক্ষী দেখা যায় ?  Ans :  সন্ধিপদী প্রাণীদের   ➲ 86. কোন প্রাণীদের শরীরে ইকোলোকেশন তন্তু দেখা যায় ?  Ans :  বাদুড়, ডলফিন  ➲ 87. পেশিকোশে অবাত শ্বসনের ফলে উৎপন্ন অন্তর্জাত পদার্থটি হল -  Ans :  ল্যাকটিক এসিড  ➲ 88. সুক্রেজ হলো ________ ভঙ্গক উৎসেচক ?  Ans :  কার্বোহাইড্রেট ➲ 89. শর্করা উদ্ভিদদেহ ও প্রাণীদেহে সঞ্চিত থাকে কি রূপে ?  Ans :  স্টার্চ ও গ্লাইকোজেন হিসেবে  ➲ 90. কয়েকটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ হলো ?  Ans :  কলশপত্রী, সূর্যশিশির ⬕ 91. উদ্ভিদ নাইট্রোজেন শোষণ করে মাটি...