আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 160
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 160
*********************
✒ 41. একটি একক আধান কে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য হল -
Ans : বিভব পার্থক্য
✒ 42. ইউরিয়ার রাসায়নিক নাম কি ?
Ans : কার্বামাইড
✒ 43. আয়রনের বিশুদ্ধতম রূপ হলো ?
Ans : রট আয়রন
✒ 44. গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে ?
Ans : মিথেন
✒ 45. কোন প্রকার রাসায়নিক পদার্থ বিউটি পার্লারে হেয়ার কাটিং এ ব্যবহৃত হয় ?
Ans : সালফারঘটিত
✒ 46. কোন এসিড কে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় ?
Ans : সালফিউরিক এসিড
✒ 47. কোনো শক্তি কেন্দ্রে প্রধান বায়ুদূষক কোনটি ?
Ans : SO2
✒ 48. কালজ্বরের ওষুধে কোন জৈব যৌগ ব্যবহার করা হয় ?
Ans : ইউরিয়া
✒ 49. কোন ধাতুর আকরিক হলো অ্যাজুরাইট ?
Ans : কপার
✒ 50. এসিড দ্রবণে নীল লিটমাস কাগজ কোন বর্ণ ধারণ করে ?
Ans : লাল
☛ 51. কোন মুঘল সম্রাট বিবি কা মাকবারা নির্মাণ করেছিলেন ?
Ans : ঔরঙ্গজেব
☛ 52. কোন মুঘল সম্রাট দরবেশ বা জিন্দাপির নামে পরিচিত ছিলেন ?
Ans : ঔরঙ্গজেব
☛ 53. ইতালিয়ান পর্যটক Manucci কার রাজসভায় এসেছিলেন ?
Ans : শাহজাহান
☛ 54. ক্যাপ্টেন হকিন্স ও থমাস রো কার রাজসভায় এসেছিলেন ?
Ans : জাহাঙ্গীর
☛ 55. প্রথম কোন ব্রিটিশ ব্যাক্তি আকবরের রাজসভায় হাজির হয়েছিলেন ?
Ans : রালফ ফিচ
☛ 56. কনৌজের যুদ্ধ কোন মুঘল সম্রাটের আমলে সংঘটিত হয় ?
Ans : হুমায়ুন
☛ 57. বাবর কোন ভাষায় তুজুক-ই-বাবরি লিখেছিলেন ?
Ans : তুর্কি
☛ 58. খানোয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ans : 1527
☛ 59. কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনশন উপভোক্তা ছিলেন ?
Ans : দ্বিতীয় আকবর
☛ 60. মুঘল সম্রাট মুয়াজ্জাম কোন উপাধি গ্রহণ করেন ?
Ans : প্রথম বাহাদুর শাহ