আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 161
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 161
*********************
❂ 61. ফিউজ তার কে মূল বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করা হয় ?
Ans : শ্রেণি সমবায়ে
❂ 62. বস্তুর ভর প্রযুক্ত বল ও ত্বরণ এর কোন সম্পর্ক দ্বারা সুচিত হয় ?
Ans : প্রযুক্ত বল/ত্বরণ
❂ 63. একটি দন্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে বোঝায় ?
Ans : ওর মেরু দ্বয়ের মধ্যে দূরত্ব
❂ 64. কম্পিউটারে মাল্টিমিডিয়া কোন ধরণের কাজের জন্য ব্যবহৃত হয় ?
Ans : অটোমেশনের জন্য
❂ 65. কোনো পেন্ডুলামকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে দোলনকাল কি হবে ?
Ans : বাড়বে
❂ 66. দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ কি ?
Ans : ওরা পরস্পরের সংলগ্ন হলে তাপের আদানপ্রদান ঘটবে না
❂ 67. সংগীত অনুষ্ঠানের জন্য তৈরি হলঘরের দেয়ালে শব্দ _____ হয় ?
Ans : শোষিত
❂ 68. বলয় পরীক্ষা দ্বারা কোন এসিডের উপস্থিতি নিশ্চিত করা যায় ?
Ans : নাইট্রিক এসিড
❂ 69. টেট্রামিথাইল লেড কোথায় ব্যবহৃত হয় ?
Ans : পেট্রোলে
❂ 70. স্থির উষ্ণতায় চাপ কমে গেলে, কোনো নিৰ্দিষ্ট পরিমান গ্যাসের আয়তন ____ ?
Ans : বেড়ে যাবে
◉ 71. লং জাম্পে খেলোয়াড়রা আগে দৌড়াতে শুরু করে কোন সুবিধার জন্য ?
Ans : গতিজাড্য
◉ 72. কোন তরলের অপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
Ans : জল
◉ 73. X রশ্মির আয়নায়ন ক্ষমতার একক কি ?
Ans : রন্টজেন
◉ 74. বিভবপ্রভেদ পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে ?
Ans : ভোল্টমিটার
◉ 75. রাস্তার আলোয় কোন ধরণের আয়না ব্যবহার করা হয় ?
Ans : উত্তল
◉ 76. শরীরের যে এন্ডোস্কোপি করা হয় তা কোন নীতির উপর কাজ করে ?
Ans : আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
◉ 77. বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক এসিড নিম্নলিখিত কোন দ্রব্য থেকে লঘুকৃত ?
Ans : হাইড্রোক্লোরিক এসিড
◉ 78. নাইট্রাস অক্সাইড কোন গ্যাস নামে অধিক পরিচিত ?
Ans : লাফিং গ্যাস
◉ 79. কোন বিজ্ঞানী প্রথম কৃত্রিমভাবে ইউরিয়া তৈরি করেন ?
Ans : ভোলহার
◉ 80. p-টাইপ অর্ধপরিবাহীতে কোনটি বিদ্যুতের পরিবাহক ?
Ans : ধনাত্মক গহ্বর