দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 28/11/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 28/11/2023 ******************** ❖ 1. সচীন জেইনকে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ❖ 2. তামিলনাড়ুতে ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ❖ 3. ত্রিপুরার আগরতলাতে দ্বিতীয় রাজ্যস্তরীয় Shehri Samridhi Utsav এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা ❖ 4. নিউজিল্যান্ডের বিখ্যাত দ্রুত বোলার Neil Wagner আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ❖ 5. মধ্যপ্রদেশের উজজয়িনীতে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ির স্থাপনা করা হলো ❖ 6. গ্লোবাল ইন্টালেকচুয়াল প্রপার্টি ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 42 তম স্থান অধিকার করলো ❖ 7. পশু কল্যাণ স্বার্থে ন্যাশনাল ইনিশিয়েটিভ 'Vantara' লঞ্চ করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এন্ড রিলায়েন্স ফাউন্ডেশন ❖ 8. 14তম Aegis Graham Bell এ টেলিকম ইনভেশনের জন্য C-DOT তিনটি আওয়ার্ড জিতলো ❖ 9. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) সম্প্রতি মিলিটারি অনুশীলন 'Steadfast Defender 2024' লঞ্চ করলো ❖ 10. উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে 'Mera Pehla Vot...