আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 06

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 06


*******



1. কোন হরপ্পা কেন্দ্রে দম্পতিদের একজায়গাতে সমাধি দেওয়া হতো ?
Ⓐ মহেঞ্জোদারো
Ⓑ হরপ্পা
Ⓒ চানহুদরো
Ⓓ লোথাল * 

এটি গুজরাটে অবস্থিত, বন্দর শহর, 
ধানচাষের নিদর্শন পাওয়া গেছে 

2. কোন রাজবংশের পরিচয় মৌর্য রাজবংশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল ?
Ⓐ হর্শঙ্ক রাজবংশ
Ⓑ হোইসালা রাজবংশ
Ⓒ নন্দ রাজবংশ * 
Ⓓ চান্দেলা রাজবংশ 

#322 BC

3. নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন সাইমন কমিশনের একজন সদস্য এবং পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন ? 
Ⓐ উইনস্টন চার্চিল
Ⓑ নেভিল চেম্বারলাইন
Ⓒ ক্লিমেন্ট অ্যাটলি * 
Ⓓ লর্ড মাউন্টব্যাটেন 

4. নিম্নোক্ত কোন তারিখে দ্বিতীয় রাউন্ড টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ? 
Ⓐ 17 ই নভেম্বর, 1932
Ⓑ 7 ই নভেম্বর, 1930
Ⓒ 7 ই সেপ্টেম্বর, 1931 *
Ⓓ 7 ই নভেম্বর, 1931 

5. ইন্ডিয়ান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন - ? 
Ⓐ উমেশ চন্দ্র ব্যানার্জী
Ⓑ রাজা রামমোহন রায়
Ⓒ সুরেন্দ্রনাথ ব্যানার্জী * 
Ⓓ দাদাভাই নৌরজি

6. বেসিনের চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? 
Ⓐ পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজ, 1802 *
Ⓑ টিপু সুলতান এবং ইংরেজ, 1784
Ⓒ মারাঠা ও আহম্মদ শাহ আবদালী, 1761
Ⓓ রঞ্জিত সিংহ ও ইংরেজ, 1809

7. কত সালে দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করে রেঙ্গুনে নির্বাসিত করেছিল ? 
Ⓐ 1698
Ⓑ 1857*
Ⓒ 1798
Ⓓ 1834

8. 1878 সালে ব্রিটিশরা ভারতে নিম্নলিখিত কোন আইনটি প্রণয়ন করেছিল ? 
Ⓐ ভারণাকুলার প্রেস এক্ট *
Ⓑ ভারতীয় চুক্তি এক্ট
Ⓒ ইস্ট ইন্ডিয়া এক্ট
Ⓓ সম্পত্তি হস্তান্তর এক্ট 

লর্ড লিটন এটি চালু করেন 

9. পলাশীর যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয় ? 
Ⓐ মীর জাফর * 
Ⓑ মীর কাসিম
Ⓒ আলীবর্দী খান
Ⓓ সিরাজউদদৌলা

10. স্বদেশী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত, ______ ভারতমাতার বিখ্যাত মূর্তি অঙ্কন করেন এবং একজন তপস্বী ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করেন
Ⓐ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
Ⓑ অবনীন্দ্রনাথ ঠাকুর * 
Ⓒ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
Ⓓ সত্যেন্দ্রনাথ ঠাকুর

তার বিখ্যাত কিছু অঙ্কন - গণেশ জননী, অভিসারিকা, শিকারী কালকেতু

11. নিম্নের কোনটি তুষারপুষ্ট নদী ? 
Ⓐ গোদাবরী
Ⓑ যমুনা *
Ⓒ নর্মদা
Ⓓ কাবেরী

#উৎস - যমুনোত্রী হিমবাহ 

12. গঙ্গোত্রী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ ছত্তিশগড়
Ⓑ বিহার
Ⓒ উত্তরাখন্ড *
Ⓓ পশ্চিমবঙ্গ 

13. এলিফ্যান্টা দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মহারাষ্ট্র *
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ গুজরাট
Ⓓ রাজস্থান 

14. গোয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? 
Ⓐ মুলামুথা
Ⓑ মান্ডভী *
Ⓒ গোমতী
Ⓓ সবরমতি

15. ছত্তিশগড় রাজ্যটি কতগুলি রাজ্যের সাথে সীমানা ভাগ করে নেয় ? 
Ⓐ 6 টি
Ⓑ 7 টি *
Ⓒ 8 টি
Ⓓ 5 টি

#Odisha, Jharkhand, Telangana, Madhya Pradesh, Maharashtra, Uttar Pradesh and Andhra Pradesh
Capital - Raipur 

16. কোন দেশের সহযোগিতায় বোকারো তে স্টিল প্লান্ট স্থাপন করা হয় ?
Ⓐ জার্মানি
Ⓑ ইউনাইটেড কিংডম
Ⓒ সোভিয়েত ইউনিয়ন * 
Ⓓ ফ্রান্স 

17. জিঙ্ক ও সলফিউরিক এসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট ছাড়া আর কি উৎপন্ন হয় ? 
Ⓐ হাইড্রোজেন * 
Ⓑ ক্লোরিন
Ⓒ কার্বন
Ⓓ নাইট্রোজেন 

18. নিম্নের মধ্যে কোন বিবৃতিটি ভুল ? 
Ⓐ ধাতুর উচ্চ গলনাঙ্ক আছে
Ⓑ খাঁটি ধাতুগুলির একটি উজ্জ্বল পৃষ্ঠ থাকে
Ⓒ ধাতু হল তাপের ভালো পরিবাহী
Ⓓ সীসা ও পারদ তাপের সর্বোত্তম পরিবাহী *

#সিলভার ও তামা বিদ্যুৎ এবং তাপের সেরা পরিবাহী

19. নিম্নের কোন রোগটি ছত্রাকের কারণে ঘটে ?
Ⓐ স্মল পক্স
Ⓑ দাদ *
Ⓒ ভায়রিয়া
Ⓓ পোলিও

ভাইরাস - ডেঙ্গু জ্বর, পোলিও, জন্ডিস, রেবিস, ইনফকুয়েঞ্জা, মাম্পস, হাম, বসন্ত, হার্পিস প্রভৃতি

20. শব্দের প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব কত মিটার ?
Ⓐ 10
Ⓑ 13
Ⓒ 17 * 
Ⓓ 20 

21. মানবদেহের কোন অংশে প্লুরা পাওয়া যায় ? 
Ⓐ ফুসফুস *
Ⓑ হৃদপিন্ড
Ⓒ ব্রেন
Ⓓ বৃক্ক


ফুসফুসের আবরণী
হৃদপিণ্ডের আবরণ - পেরিকার্ডিয়াম
ব্রেনের আবরণী - মেনিনজেস



22. সাইন্যাপসিস গ্যাপ কোন দুটির মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ? 
Ⓐ দুটি বৃক্কের মধ্যবর্তী অঞ্চল
Ⓑ দুটি চোখের মধ্যবর্তী অঞ্চল
Ⓒ দুটি নিউরোনের মধ্যবর্তী অঞ্চল * 
Ⓓ ব্রেন ও স্পাইনাল কর্ডের মধ্যবর্তী অঞ্চল 

23. কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে একক নাগরিকত্ব এবং পার্লামেন্টারি সিস্টেম গৃহীত হয়েছে ? 
Ⓐ অস্ট্রেলিয়া
Ⓑ কানাডা
Ⓒ ইউএস
Ⓓ ইউকে * 

24. নিম্নের কে বাংলার মিলটন নামে পরিচিত ? 
Ⓐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ⓑ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় * 
Ⓒ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Ⓓ রামতনু মল্লিক

25. ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত একটি অর্ডিন্যান্স এর সর্বোচ্চ স্থায়িত্বকাল কত ? 
Ⓐ 2 মাস
Ⓑ 6 মাস
Ⓒ 7.5 মাস *
Ⓓ 1 বছর

duration - 6 মাস 6 সপ্তাহ 

26. নিম্নলিখিত কোন বছরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ সম্পন্ন হয় ? 
Ⓐ 1935
Ⓑ 1949 * 
Ⓒ 1965
Ⓓ 1927

1926 সালে হিলটন ইয়ং কমিশন এটি প্রতিষ্ঠার সুপারিশ করে 
স্থাপিত হয় - 1 লা এপ্রিল, 1935

27. জাতীয় প্রযুক্তি দিবস (National Technology Day) কবে পালন করা হয় ? 
Ⓐ 29 শে জুলাই
Ⓑ 11 ই মে * 
Ⓒ 12 ই আগস্ট
Ⓓ 14 ই সেপ্টেম্বর

28. কোন রাজ্যের গালো উপজাতিদের মধ্যে মপিন (Mopin) পালন করতে দেখা যায় ? 
Ⓐ পাঞ্জাব
Ⓑ গুজরাট
Ⓒ ত্রিপুরা
Ⓓ অরুণাচল প্রদেশ * 

29. কামাখ্যা মন্দির নিম্নের কোথায় অবস্থিত ? 
Ⓐ ইমফল
Ⓑ গুয়াহাটি * 
Ⓒ কোহিমা
Ⓓ আগরতলা

30. 'India Divided' - বইটি কার লেখা ? 
Ⓐ এম কে গান্ধী
Ⓑ বি আর আম্বেদকর
Ⓒ রাজেন্দ্র প্রসাদ * 
Ⓓ জওহরলাল নেহেরু