আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 05

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 05


*******

1. 1923 সালে স্বরাজ পার্টি শুরু করার জন্য কোন কংগ্রেস নেতা মতিলাল নেহেরুর সাথে যোগদান করেন ?
Ⓐ বি জি তিলক
Ⓑ চিত্তরঞ্জন দাস *
Ⓒ এম কে গান্ধী
Ⓓ জি কে গোখেল

2. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের তৎকালীন ভাইসরয় কে ছিলেন ?
Ⓐ লর্ড মাউন্টব্যাটেন
Ⓑ লর্ড ওয়াভেল
Ⓒ লর্ড লিন লিথগো *
Ⓓ লর্ড আড়ুইন

3. 1930 সালে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন নিম্নের কোন স্থান থেকে শুরু হয়েছিল ?
Ⓐ সবরমতি *
Ⓑ ডান্ডি
Ⓒ সেবাগ্রাম
Ⓓ চম্পারণ

4. নিম্নের কে 'All India depressed Classes Association' এর আয়োজন করেছিলেন ?
Ⓐ এম কে গান্ধী
Ⓑ জ্যোতিবা ফুলে
Ⓒ পন্ডিত রমাবাই
Ⓓ বি আর আম্বেদকর *

5. নিম্নের জোড় গুলির মধ্যে কোনটি সঠিক জোড় ?
Ⓐ গান্ধীজির প্রত্যাবর্তন - 1915 *
Ⓑ ক্রিপস মিশন - 1944
Ⓒ প্রথম গোল টেবিল বৈঠক - 1936
Ⓓ ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব - 1945

6. নিম্নের কাকে মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট হিসেবে গণ্য করা হয় ?
Ⓐ দ্বিতীয় আকবর
Ⓑ ঔরঙ্গজেব *
Ⓒ শাহজাহান
Ⓓ আকবর

Shah Jahan and Mumtaz Mahal er 3rd son

7. কোন মুঘল শাসকের স্ত্রী ছিলেন হামিদা বানু মারিয়াম মাকানি ?
Ⓐ হুমায়ুন *
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহ জাহান
Ⓓ বাবর

8. তুলুভা সাম্রাজ্যের অন্যতম শাসক ছিলেন -
Ⓐ সিমহা বিষ্ণু
Ⓑ বিষ্ণুবর্ধন
Ⓒ পুষ্যমিত্র শুঙ্গ
Ⓓ কৃষ্ণদেব রায় *

9. দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের মধ্যে নিম্নের কে অন্যতম ছিলেন ?
Ⓐ বিশাখদত্ত
Ⓑ ব্রহ্মগুপ্ত
Ⓒ মঙ্গলানা
Ⓓ বরাহমিহির *

10. রাষ্ট্রকূট সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ অশোক
Ⓑ দন্তিদূর্গ *
Ⓒ প্রথম কৃষ্ণ
Ⓓ অমোঘবর্ষ

তার সাম্রাজ্য কাল 735 - 756 CE
অমোঘবর্ষ রাষ্ট্রকূট সাম্রাজ্য এর অন্যতম শাসক ছিলেন

11. নিম্নের কোনটি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র ?
Ⓐ গঙ্গোত্রী হিমবাহ
Ⓑ হরি পর্বত হিমবাহ
Ⓒ নুবড়া হিমবাহ
Ⓓ সিয়াচেন হিমবাহ *

12. চন্দন গাছ নিম্নের কোন অরণ্যে জন্মায় ?
Ⓐ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য
Ⓑ সাভানা বনভূমি
Ⓒ ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য
Ⓓ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য *

13. ইয়েরলা (Yerla), ওয়ারনা (Warna) এবং ডিনডি (Dindi) নিম্নের কোন নদীর শাখানদী ?
Ⓐ কাবেরী
Ⓑ ব্রহ্মপুত্র
Ⓒ কৃষ্ণা *
Ⓓ গোদাবরী

14. নিম্মের কোন হিল স্টেশন 'সাতপুরা কি রানী' নামেও পরিচিত ?
Ⓐ পাঁচমারি *
Ⓑ কুফরি
Ⓒ রানীপুরম
Ⓓ চাইল

15. ভারতের পশ্চিম উপকূলে নিম্নের কোন স্বাভাবিক বন্দরটি উপস্থিত ?
Ⓐ মার্মাগাঁও *
Ⓑ হলদিয়া
Ⓒ চেন্নাই
Ⓓ বিশাখাপত্তনম

16. এসিড নীল লিটমাস কে কোন রঙে রূপান্তর করে ?
Ⓐ কমলা
Ⓑ গোলাপি
Ⓒ লাল *
Ⓓ হলুদ

17. নিম্নের কোনটি ক্রোমোজোমীয় ত্রুটির কারণে ঘটে ?
Ⓐ ডাউন'স সিনড্রোম *
Ⓑ হিমোফিলিয়া
Ⓒ সিকেল সেল অ্যানিমিয়া
Ⓓ সিস্টিক ফাইব্রোসিস

18. নিম্নের কোনটি একটি মেরুদন্ডী প্রাণী নয় ?
Ⓐ মাছ
Ⓑ স্তন্যপায়ী
Ⓒ পক্ষী
Ⓓ শামুক *

19. সালোকসংশ্লেষের সময় মুক্তি পাওয়া অক্সিজেনের উৎস হলো -
Ⓐ জল *
Ⓑ কার্বন ডাই;অক্সাইড
Ⓒ গ্লুকোজ
Ⓓ ক্লোরোফিল

20. CHCl3 এর রাসায়নিক নাম কি ?
Ⓐ ক্লোরোফর্ম *
Ⓑ সোডিয়াম ক্লোরাইড
Ⓒ ইথাইলক্লোরাইড
Ⓓ হাইড্রোক্লোরাইড

21. কোনো বাদ্যযন্ত্রের দ্বারা উৎপন্ন শব্দের গুন নির্ভর করে ______ এর উপর
Ⓐ তীব্রতা *
Ⓑ কম্পাঙ্ক
Ⓒ বেগ
Ⓓ বিস্তার

22. ফ্লেমিং এর 'বাম হস্ত নিয়ম' নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ?
Ⓐ তড়িৎ এর উপর তড়িৎক্ষেত্র
Ⓑ চুম্বকের উপর চুম্বকক্ষেত্র
Ⓒ চুম্বকের উপর তড়িৎক্ষেত্র
Ⓓ তড়িৎ এর উপর চুম্বকক্ষেত্র *

23. পরিবেশ সুরক্ষা আইন কোন সালে কার্যকর হয় ?
Ⓐ 1997
Ⓑ 1986 *
Ⓒ 2004
Ⓓ 2012

24. নিম্নের কোনটি সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত ?
Ⓐ আর্টিকেল - 356, পার্ট XI
Ⓑ আর্টিকেল - 368, পার্ট XIV
Ⓒ আর্টিকেল - 356, পার্ট XVII
Ⓓ আর্টিকেল - 368, পার্ট - XX *

25. নিম্নের কার নেতৃত্বে ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া তৈরি প্রস্তুত করা হয় ?
Ⓐ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা *
Ⓑ RBI গভর্নর
Ⓒ অর্থ কমিশন
Ⓓ অর্থ মন্ত্রী

26. নিম্নের কোন লোকনৃত্যটি বিহার রাজ্যে পরিলক্ষিত হয় ?
Ⓐ কালবেলিয়া (Kalbeliya)
Ⓑ বিদেশিয়া (Bidesia) *
Ⓒ কুম্মত্তি (Kummatti)
Ⓓ ঘুমার (Ghoomar)

27. 'Glimpses of World History' কার লেখা ?
Ⓐ আবুল কালাম আজাদ
Ⓑ জওহরলাল নেহেরু *
Ⓒ এস গোপালান
Ⓓ এস রাধাকৃষ্ণন

28. প্রথম ফিল্মফেয়ার আওয়ার্ড পান কোন বলিউড অভিনেতা ?
Ⓐ দেব আনন্দ
Ⓑ রাজেশ খান্না
Ⓒ দিলীপ কুমার *
Ⓓ অমিতাভ বচ্চন

29. নিম্নের কোথায় বাইচুং ভুটিয়ার নামে তার জন্মস্থানের নিকটে ফুটবল স্টেডিয়াম তৈরি হয়েছে ?
Ⓐ মণিপুর
Ⓑ সিকিম *
Ⓒ নাগাল্যান্ড
Ⓓ মেঘালয়

30. নিম্নের কোন তারিখে জাতীয় একতা দিবস পালন করা হয় ?
Ⓐ 30 শে জানুয়ারি
Ⓑ 29 শে আগস্ট
Ⓒ 2 রা অক্টোবর
Ⓓ 31 শে অক্টোবর *