Posts

Showing posts from May, 2023

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 31/05/2023

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স   - 31/05/2023

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -278

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -278 *********************************** ☞ 101. স্বাস্থ্যব্যবস্থা স্বাধীনতার চেয়ে জরুরী কে বলেছিলেন ?  Ans :  মহাত্মা গান্ধী ☞ 102. পরমবীর চক্র হলো ভারতের সর্বোচ্চ _____ সম্মান ?  Ans :  সামরিক   ☞ 103. ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য শৈলী ?  Ans :  তামিলনাডু   ☞ 104. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?  Ans :  বিজ্ঞান ও প্রযুক্তি  ☞ 105. প্রথম কোন ভারতীয় অলিম্পিকে মেডেল জিতেছে ?  Ans :  কে ডি যাদব   ☞ 106. কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে ?  Ans :  শিরা   ☞ 107. জেরপথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ?  Ans :  ভিটামিন A ☞ 108. ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ?  Ans :  সেতার ☞ 109. ছত্রাক একটি _________ জীব ?  Ans :  বহুকোশী ☞ 110. pH স্কেলের পাল্লা কি ?  Ans :  0 - 14 ➥ 111. মহাম্মদি নিউজ এজেন্সি কোন দেশের বিখ্যাত সংবাদসংস্থা ?  Ans :  বাংলাদেশ ➥ 112. ওনহপ নিউজ এজেন্সি কোন দেশের বিখ্যাত সংবাদসংস্থা ?  Ans :  দক্ষিণ কোরিয়া   ➥ 113. এজেন্সিয়া লুসা কোন দেশের বিখ্যাত সংবাদসংস্থা ?  Ans :  পর্তুগাল

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 30/05/2023

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স   - 30/05/2023

গুরুত্বপূর্ণ মকটেস্ট - 726

  গুরুত্বপূর্ণ  মকটেস্ট - 726   Quiz Application প্রতিটি প্রশ্নের জন্য ২০ সেকেন্ড. Start The Mock Time's Up score: Next question See Your Result Quiz Result Total Questions: Attempt: Correct: Wrong: Percentage: Start Again Go To Home

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -277

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -277 *********************************** ⬕ 81. স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন ?  Ans :  বালগঙ্গাধর তিলক ⬕ 82. গান্ধীজী একমাত্র কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করে ?  Ans :  বেলগাঁও ( 1924 )  ⬕ 83. স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন ?  Ans :  চিত্তরঞ্জন দাস ⬕ 84. কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের সাথে জাতীয় কথাটি যুক্ত হয় ?  Ans :  নাগপুর 1891 ⬕ 85. কোন অধিবেশনে প্রথমবার জনগণমানো গাওয়া হয়েছিল ?  Ans :  কলকাতা (1911) ⬕ 86. কত সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে ?  Ans :  1885 সালে ⬕ 87. সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল ?  Ans :  1927 সালে ⬕ 88. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী পুনরায় মিলন ঘটে ?  Ans :  লখনৌ অধিবেশন ( 1916) ⬕ 89. গান্ধীজী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন কত সালে ?  Ans :  1915 সালে ⬕ 90. জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন কোথায় হয়েছিল ?  Ans :  এলাহাবাদ ✪ 91. জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টি কোন রাজ্যে অবস্থিত ?  Ans :  মহারাষ্ট্র   ✪ 92. তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সর্বাধিক কম্পাঙ্ক রয়েছে কিসে

গুরুত্বপূর্ণ মকটেস্ট - 725

  গুরুত্বপূর্ণ  মকটেস্ট - 725   Quiz Application প্রতিটি প্রশ্নের জন্য ২০ সেকেন্ড. Start The Mock Time's Up score: Next question See Your Result Quiz Result Total Questions: Attempt: Correct: Wrong: Percentage: Start Again Go To Home

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 29/05/2023

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স   - 29/05/2023

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -276

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -276 *********************************** ➲ 61. উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায় ?  Ans :  Mg   ➲ 62. চের্ণবিল দুর্ঘটনায় নির্গত তেজস্ক্রিয় আইসোটোপগুলি হলো -  Ans :  ক্রিপ্টন, আয়োডিন, সিজিয়াম  ➲ 63. ভর দ্বিগুন করতে গতিশক্তির কি পরিবর্তন হয় ?  Ans :  দ্বিগুন হয়  ➲ 64. NCEP এর পূর্ণ রূপ কি ?  Ans :  National Centers for Environmental Prediction  ➲ 65. ট্যাক্সনমির জনক কাকে বলা হয় ?  Ans :  ক্যারোলাস লিনিয়াস  ➲ 66. লাব ও ড্রুপ শব্দ দুটি কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত ?  Ans :  হৃৎপিন্ড ➲ 67. 1987 সালের 16 সেপ্টেম্বর কোন পরিবেশ চুক্তি হয় ?  Ans :  মন্ট্রিল চুক্তি   ➲ 68. শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল -  Ans :  লাইকেন   ➲ 69. ভলিবলে প্রতিপক্ষে খেলোয়াড়ের সংখ্যা কত ?  Ans :  6 জন   ➲ 70. চিংড়ির রক্ত রঞ্জক কোনটি ?  Ans :  হিমোসায়ানিন ✿ 71. ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র কোনটি ? Ans :  পৃথ্বী ✿ 72. কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে ?  Ans :  মুম্বাই   ✿ 73. পটল গাছের মুকুল কোথায় দেখা যায় ?  Ans :  মূলে   ✿ 74. ফুসফুসের ফাইব্রোসিস রোগের প্রধ

গুরুত্বপূর্ণ মকটেস্ট - 724

  গুরুত্বপূর্ণ  মকটেস্ট - 724   Quiz Application প্রতিটি প্রশ্নের জন্য ২০ সেকেন্ড. Start The Mock Time's Up score: Next question See Your Result Quiz Result Total Questions: Attempt: Correct: Wrong: Percentage: Start Again Go To Home