আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -276

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -276


***********************************


➲ 61. উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায় ? 
Ans : Mg 

➲ 62. চের্ণবিল দুর্ঘটনায় নির্গত তেজস্ক্রিয় আইসোটোপগুলি হলো - 
Ans : ক্রিপ্টন, আয়োডিন, সিজিয়াম 

➲ 63. ভর দ্বিগুন করতে গতিশক্তির কি পরিবর্তন হয় ? 
Ans : দ্বিগুন হয় 

➲ 64. NCEP এর পূর্ণ রূপ কি ? 
Ans : National Centers for Environmental Prediction 

➲ 65. ট্যাক্সনমির জনক কাকে বলা হয় ? 
Ans : ক্যারোলাস লিনিয়াস 

➲ 66. লাব ও ড্রুপ শব্দ দুটি কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত ? 
Ans : হৃৎপিন্ড

➲ 67. 1987 সালের 16 সেপ্টেম্বর কোন পরিবেশ চুক্তি হয় ? 
Ans : মন্ট্রিল চুক্তি 

➲ 68. শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল - 
Ans : লাইকেন 

➲ 69. ভলিবলে প্রতিপক্ষে খেলোয়াড়ের সংখ্যা কত ? 
Ans : 6 জন 

➲ 70. চিংড়ির রক্ত রঞ্জক কোনটি ? 
Ans : হিমোসায়ানিন
✿ 71. ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র কোনটি ?
Ans : পৃথ্বী

✿ 72. কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে ? 
Ans : মুম্বাই 

✿ 73. পটল গাছের মুকুল কোথায় দেখা যায় ? 
Ans : মূলে 

✿ 74. ফুসফুসের ফাইব্রোসিস রোগের প্রধান কারণ কি ? 
Ans : সালফার ডাই অক্সাইড 

✿ 75. ভাইরাস হলো একটি ____ উপাদান ? 
Ans : জৈব 

✿ 76. লেবুতে কোন ভিটামিন বেশি থাকে ? 
Ans : ভিটামিন C

✿ 77. বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত ? 
Ans : পালি 

✿ 78. লবন সত্যাগ্রহ কবে হয়েছিল ? 
Ans : 1930 সালে

✿ 79. ভারতে কোন রাজ্য প্রথম ভ্যাট চালু হয় ? 
Ans : হরিয়ানা 

✿ 80. আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কে ? 
Ans : সিকান্দার লোদী