আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -277

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set -277


***********************************


⬕ 81. স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন ? 
Ans : বালগঙ্গাধর তিলক

⬕ 82. গান্ধীজী একমাত্র কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করে ? 
Ans : বেলগাঁও ( 1924 ) 

⬕ 83. স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন ? 
Ans : চিত্তরঞ্জন দাস

⬕ 84. কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের সাথে জাতীয় কথাটি যুক্ত হয় ? 
Ans : নাগপুর 1891

⬕ 85. কোন অধিবেশনে প্রথমবার জনগণমানো গাওয়া হয়েছিল ? 
Ans : কলকাতা (1911)

⬕ 86. কত সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে ? 
Ans : 1885 সালে

⬕ 87. সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল ? 
Ans : 1927 সালে

⬕ 88. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী পুনরায় মিলন ঘটে ? 
Ans : লখনৌ অধিবেশন ( 1916)

⬕ 89. গান্ধীজী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন কত সালে ? 
Ans : 1915 সালে

⬕ 90. জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন কোথায় হয়েছিল ? 
Ans : এলাহাবাদ
✪ 91. জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টি কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্র 

✪ 92. তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সর্বাধিক কম্পাঙ্ক রয়েছে কিসে ? 
Ans : গামা রশ্মি 

✪ 93. টিকটিকি শীতকালে বাড়িতে থাকে না এর কারণ কি ? 
Ans : শীতঘুমের জন্য

✪ 94. ইথানলকে ইথেনে পরিণত করতে কি ব্যবহার করা হয় ? 
Ans : গাঢ় সালফিউরিক এসিড 

✪ 95. কোন রোগ প্রতিরোধের জন্য BCG টিকা দেওয়া হয় ? 
Ans : যক্ষ্মা

✪ 96. India Wins Freedom - বইটির লেখক কে ? 
Ans : আবুল কালাম আজাদ

✪ 97. পক্ষী সংক্রান্ত চর্চা কে কি বলা হয় ? 
Ans : অর্নিথোলজি 

✪ 98. কোন বর্ণের রশ্মির প্রতিসরণ সবচেয়ে বেশি ? 
Ans : বেগুনি রশ্মি

✪ 99. বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম কে তৈরি করেছেন ? 
Ans : শিবনন্দন নাতিয়াল

✪ 100. সাতপুরা হলো একটি __ প্রকৃতির পর্বত ? 
Ans : স্তুপ পর্বত