আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 208
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 208
*********************
■ 141. থর মরুভূমির মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ?
Ans : লুনি
■ 142. ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা কোনটি ?
Ans : হীরাকুঁদ
■ 143. এশিয়ার বৃহত্তম লেগুন হল -
Ans : চিল্কা
■ 144. ভারত ও বাংলাদেশের মধ্যে জল-চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে ?
Ans : 1996
■ 145. ভারতের কোন অংশে আম্রবৃষ্টি দেখা যায় -
Ans : দক্ষিণ ভারতে
■ 146. দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি কোনটি ?
Ans : রানীগঞ্জ
■ 147. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র টি অবস্থিত ?
Ans : ব্রাহ্মনী
■ 148. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত ?
Ans : সিঙ্গলীলা পর্বতশ্রেণী
■ 149. পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন ?
Ans : পুরুলিয়া
■ 150. স্বদেশ বান্ধব সমিতি - কে প্রতিষ্ঠা করেন ?
Ans : অশ্বিনী কুমার দত্ত
✍ 152. প্রথম কোন ভারতীয় অ্যাবেল পুরস্কার পান ?
✍ 153. দ্য গড অফ স্মল থিংস - বইটি কে লিখেছেন ?
✍ 154. ইন আ ফ্রি স্টেট - বইটি কে লিখেছেন ?
✍ 155. ভারতীয় সংগীতজ্ঞ হিসেবে প্রথম ও সর্বাধিক (5 বার) গ্র্যামি পুরস্কার কে পান ?
✍ 156. জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা, সাহিত্য ক্ষেত্রে এশিয়া মহাদেশের সর্বোচ্চ সম্মান টি হলো ?
✍ 157. প্রথম বাঙালি হিসেবে কে জ্ঞানপীঠ পুরষ্কার লাভ করেন ?
✍ 158. রামকৃষ্ণ মিশন কোন সালে গান্ধী শান্তি পুরস্কার পায় ?
✍ 159. বি ডি গোয়েঙ্কা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
✍ 160. সি কে নাইডু পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
✍ 151. প্রথম কোন ভারতীয় কলিঙ্গ পুরস্কার পান ?
Ans : জগজিৎ সিং
✍ 152. প্রথম কোন ভারতীয় অ্যাবেল পুরস্কার পান ?
Ans : শ্রীনিবাস বর্ধন
✍ 153. দ্য গড অফ স্মল থিংস - বইটি কে লিখেছেন ?
Ans : অরুন্ধতী রায়
✍ 154. ইন আ ফ্রি স্টেট - বইটি কে লিখেছেন ?
Ans : ভি এস নেইপল
✍ 155. ভারতীয় সংগীতজ্ঞ হিসেবে প্রথম ও সর্বাধিক (5 বার) গ্র্যামি পুরস্কার কে পান ?
Ans : পন্ডিত রবিশঙ্কর
✍ 156. জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা, সাহিত্য ক্ষেত্রে এশিয়া মহাদেশের সর্বোচ্চ সম্মান টি হলো ?
Ans : রামন ম্যাগসেসাই পুরস্কার
✍ 157. প্রথম বাঙালি হিসেবে কে জ্ঞানপীঠ পুরষ্কার লাভ করেন ?
Ans : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
✍ 158. রামকৃষ্ণ মিশন কোন সালে গান্ধী শান্তি পুরস্কার পায় ?
Ans : 1998
✍ 159. বি ডি গোয়েঙ্কা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
Ans : সাংবাদিকতায় উৎকর্ষ প্রদর্শন
✍ 160. সি কে নাইডু পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
Ans : ক্রিকেট খেলায় পারদর্শিতা