আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 206

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 206



*********************


🌈 101. কোন হরমোনের রাসায়নিক নাম হলো প্যান্টাথেনিক এসিড ? 
Ans : ভিটামিন - B5

🌈 102. কোন হরমোনের রাসায়নিক নাম পাইরিডিক্সিন ? 
Ans : ভিটামিন - B6

🌈 103. উদ্ভিদের পুষ্টি পর্যায় কে কয়ভাগে ভাগ করা যায় ? 
Ans : 2 টি (সংশ্লেষ ও আত্তিকরণ)

🌈 104. পাকস্থলীর অক্সিনটিক কোশ থেকে কোন এসিড নি:সৃত হয় ? 
Ans : HCl

🌈 105. রক্তকণিকা কোন স্থানে ধ্বংস 
প্রাপ্ত হয় ? 
Ans : যকৃৎ ও প্লীহা 

🌈 106. থ্রম্বোপ্লাস্টিন উৎসেচক কোন কাজে সহায়তা করে ? 
Ans : রক্ততঞ্চন 

🌈 107. লোহিতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে কি রোগ হয় ? 
Ans : পলিসাইথেমিয়া 

🌈 108. অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলে ? 
Ans : পারপিউরা

🌈 109. কোনটির উপস্থিতির কারণে রক্ত রক্তবাহের ভিতরে জমাট বাঁধে না ? 
Ans : হেপারিন 

🌈 110. লোহিতকণিকার অত্যাধিক ধ্বংসজনিত কারণে কি রোগ হয় ? 
Ans : সিকল সেল এনিমিয়া
➤ 111. আকবর ইবাদাতখানা কত সালে প্রতিষ্ঠা করেন ? 
Ans : 1575 

➤ 112. তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয় ? 
Ans : 1191

➤ 113. ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে ? 
Ans : 1946 

➤ 114. কোন শিক্ষা প্ৰতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ? 
Ans : উডস ডেস্প্যাচ 

➤ 115. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ এর সময় গভর্নর জেনারেল ছিলেন ? 
Ans : লর্ড বেন্টিঙ্ক 

➤ 116. ইলবার্ট বিলের সাথে কোন ভাইসরয়ের নাম জড়িয়েছিল ? 
Ans : লর্ড রিপন 

➤ 117. কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ? 
Ans : ধন্দ কেশব কার্ভে

➤ 118. 'পূর্ণ স্বরাজ' ঘোষিত হয় কোন অধিবেশনে ? 
Ans : লাহোর কংগ্রেস

➤ 119. ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলে ? 
Ans : এ ও হিউম

➤ 120. কে অ্যাঙলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ? 
Ans : লালা হংসরাজ