আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 202
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 202
*********************
★ 21. নিম্নের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী ? 
Ans : ল্যাকটোব্যাসিলাস
★ 22. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় ?
Ans : 1930 সালে
★ 23. কোনটির প্রস্তাবে গণপরিষদ ( Constituent Assembly) গঠন করার কথা বলা হয়েছিল ?
Ans : ক্যাবিনেট মিশন পরিকল্পনা
★ 24. একটি জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে ?
Ans : একদিন পিছিয়ে যায়
★ 25. কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
Ans : জাহাজ
★ 26. কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ?
Ans : মেছো বিড়াল
★ 27. সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে 'বুলন্দ দরওয়াজা' নির্মাণ করেছিলেন ?
Ans : গুজরাট
★ 28. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পন' গ্রন্থটি কে ইংরাজীতে অনুবাদ করেছিলেন ?
Ans : মাইকেল মধুসূদন দত্ত
★ 29. 'হুতোম প্যাঁচা' ছদ্মনামে কোন বাঙালি লেখক পরিচিত ?
Ans : কালীপ্রসন্ন সিংহ
★ 30. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত ?
Ans : আন্টার্কটিকা
◒ 31. সদ্যজাত শিশুর শরীরে কত গুলো হাড় থাকে ? 
Ans : 300 
◒ 32. পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রন করে কে ?
Ans : হাইপোথালামাস
◒ 33. ভূপৃষ্ঠের মুক্তি বেগের মান কত ?
Ans : 11.2 km/s
◒ 34. 1 অ্যাটমোস্ফিয়ার চাপ কত টর চাপের সমান ?
Ans : 760
◒ 35. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রটির নাম কি ?
Ans : ল্যাকটোমিটার
◒ 36. SI পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি ?
Ans : জুল/মিটার^2
◒ 37. যদি জলের উপর কেরোসিন ছড়ানো হয় তবে পৃষ্ঠটানের কি পরিবর্তন ঘটে ?
Ans : কমবে
◒ 38. গামা রশ্মি কে আবিষ্কার করেন ?
Ans : হেনরি বেকারেল
◒ 39. চাপ বাড়ালে শব্দের গতিবেগ এর কি পরিবর্তন ঘটে ?
Ans : কোনো পরিবর্তন হয় না
◒ 40. ম্যাক নাম্বার যদি 1 এর বেশি হয় তবে সেই বেগকে বলা হয় ?
Ans : সুপারসনিক বেগ