আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 201

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 201



*********************


🎯 1. প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি প্রথম পরমাণুর কথা বলেন ? 
Ans : কনাদ

🎯 2. মহাজাগতিক রশ্মি সংক্রান্ত 'ক্যাসকেড তত্ত্ব' কার আবিষ্কার ? 
Ans : ওয়াল্টার হাইটলার ও হোমি জাহাঙ্গীর ভাবা 

🎯 3. থিওরি অব থার্মাল আয়োনাইজেশন কার আবিষ্কার ? 
Ans : মেঘনাদ সাহা 

🎯 4. মারকিউরাস নাইট্রাইট - কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ? 
Ans : প্রফুল্লচন্দ্র রায়

🎯 5. কালজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন - কে আবিষ্কার করেন ? 
Ans : উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

🎯 6. সূর্য যে স্থির এবং তা ঘোরে না - একথা প্রথম ঘোষণা করেন ? 
Ans : আর্যভট্ট

🎯 7. পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম ঘোষণা করেন ? 
Ans : পিথাগোরাস

🎯 8. বিন্দু, রেখা, তল সম্মন্ধে প্রথম আলোকপাত কে করেন ? 
Ans : প্লেটো 

🎯 9. বাষ্পচালিত রেল ইঞ্জিন - কে আবিষ্কার করেন ? 
Ans : জর্জ স্টিফেনসন

🎯 10. নিরাপত্তা বাতি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ? 
Ans : হামফ্রে ডেভি
➥ 11. স্টেথোস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ তা হল ? 
Ans : শব্দের প্রতিফলন

➥ 12. সব পতনশীল বস্তুর ত্বরণই সমান - এটি কে আবিষ্কার করেছিলেন ? 
Ans : গ্যালিলিও

➥ 13. যদি কেউ সর্বাধিক দূরত্বে ক্রিকেট বল ছুড়তে চায় তবে সে কত ডিগ্রি কোণে ছুড়বে ? 
Ans : 45° 

➥ 14. 1250℃ উষ্ণতা পরিমাপে কোন থার্মোমিটার ব্যবহৃত হয় ? 
Ans : প্লাটিনাম রোধক থার্মোমিটার 

➥ 15. রকেট কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে ? 
Ans : ভরবেগের সংরক্ষণ 

➥ 16. মেঘযুক্ত রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয় কারণ হলো তাপের _____ ? 
Ans : বিকিরণ 

➥ 17. লোহায় মরিচা পড়লে লোহার ওজনের কিরূপ পরিবর্তন ঘটে ? 
Ans : লোহার ওজন বৃদ্ধি পায় 

➥ 18. কোন ধরনের রাসায়নিক পদার্থ ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় ? 
Ans : সিলভার ব্রোমাইড 

➥ 19. একটি একক আধানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য হল - 
Ans : বিভব পার্থক্য 

➥ 20. কোন মৌলটি খনিজ এবং পাথরসমূহে সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে ? 
Ans : সিলিকন