আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 208
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 208 ********************* ■ 141. থর মরুভূমির মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ? Ans : লুনি ■ 142. ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা কোনটি ? Ans : হীরাকুঁদ ■ 143. এশিয়ার বৃহত্তম লেগুন হল - Ans : চিল্কা ■ 144. ভারত ও বাংলাদেশের মধ্যে জল-চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে ? Ans : 1996 ■ 145. ভারতের কোন অংশে আম্রবৃষ্টি দেখা যায় - Ans : দক্ষিণ ভারতে ■ 146. দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি কোনটি ? Ans : রানীগঞ্জ ■ 147. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র টি অবস্থিত ? Ans : ব্রাহ্মনী ■ 148. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত ? Ans : সিঙ্গলীলা পর্বতশ্রেণী ■ 149. পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন ? Ans : পুরুলিয়া ■ 150. স্বদেশ বান্ধব সমিতি - কে প্রতিষ্ঠা করেন ? Ans : অশ্বিনী কুমার দত্ত ✍ 151. প্রথম কোন ভারতীয় কলিঙ্গ পুরস...