আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 186
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 186
*********************
➢ 101. রানাঘাট কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : চূর্ণী
➢ 102. বনগাঁ কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : ইছামতী
➢ 103. ধূলিয়ান কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : গঙ্গা
➢ 104. শুশুনিয়া কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : দারকেশ্বর
➢ 105. বোলপুর কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : কোপাই
➢ 106. রামনগর কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : ময়ূরাক্ষী
➢ 107. কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : তোর্সা
➢ 108. শ্রীরামপুর কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : হুগলি
➢ 109. আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : কালজানি
➢ 110. পুরুলিয়া কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : কাঁসাই
✜ 111. প্রথম ভারতরত্ন কে পান ?
Ans : চক্রবর্তী রাজাগোপালাচারী
✜ 112. প্রথম জ্ঞানপিঠ পুরস্কার কে পান ?
Ans : জি শঙ্কর কুরুপ
✜ 113. প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান ?
Ans : দেবিকা রানী চৌধুরী
✜ 114. প্রথম ম্যান বুকার পুরস্কার কে পান ?
Ans : পি এইচ নিউবি
✜ 115. প্রথম মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার কে পান ?
Ans : ড: জুলিয়াস নাইরেরে
✜ 116. প্রথম ইন্দিরা গান্ধী পুরস্কার কে পান ?
Ans : ওয়াঙ্গারি মাথাই
✜ 117. প্রথম ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি পুরস্কার কে পান ?
Ans : স্বামী রঙ্গনাথনন্দ
✜ 118. প্রথম নোবেল পুরস্কার কে পান ?
Ans : উইলিয়াম রন্টজেন
✜ 119. প্রথম অ্যাবেল পুরস্কার কে পান ?
Ans : জ্যা পিয়ের সের
✜ 120. প্রথম মিস ইউনিভার্স কে হন ?
Ans : আর্মি হেলেনা কুসেলা