আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 185

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 185



*********************


✒️ 81. 'শ্রেষ্ঠ কবিতা' কার লেখা ? 
Ans : জীবনানন্দ দাশ 

✒️ 82. 'আরোগ্য নিকেতন' বইটি কার লেখা ? 
Ans : তারাশঙ্কর বন্দোপাধ্যায়

✒️ 83. 'সাগর থেকে ফেরা' বইটি যার লেখা ? 
Ans : প্রেমেন্দ্র মিত্র 

✒️ 84. 'আনন্দিবাই ইত্যাদি গল্প' কার লেখা ? 
Ans : পরশুরাম

✒️ 85. 'কলকাতার কাছেই' কার লেখা ? 
Ans : গজেন্দ্র কুমার মিত্র 

✒️ 86. 'ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য' কার লেখা ? 
Ans : শশীভূষণ দাশগুপ্ত 

✒️ 87. 'জাপানে' গ্রন্থটি কার লেখা ? 
Ans : অন্নদাশঙ্কর রায় 

✒️ 88. 'ঘরে ফেরার দিন' কার লেখা ? 
Ans : অমিয় চক্রবর্তী 

✒️ 89. 'যত দূরেই যাই' কার লেখা ? 
Ans : সুভাষ মুখোপাধ্যায় 

✒️ 90. 'স্মৃতি সত্তা ভবিষ্যৎ' কার লেখা ? 
Ans : বিষ্ণু দে

■ 91. সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : নতুন দিল্লী

■ 92. সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : মুম্বাই 

■ 93. সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড (CGWB) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : ফরিদাবাদ 

■ 94. ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : নতুন দিল্লী

■ 95. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় ? 
Ans : কলকাতা

■ 96. ইন্সুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অর্থরিটি (IRDA) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : হায়দ্রাবাদ 

■ 97. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : বেঙ্গালুরু 

■ 98. লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : মুম্বাই 

■ 99. মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় ? 
Ans : নতুন দিল্লী

■ 100. ন্যাশনাল এসোসিয়েশন অফ সফটওয়ার এন্ড সার্ভিসেস কোম্পানিজ (NASSCOM) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : নয়ডা