আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 182

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 182



*********************


❂ 21. লালমহল কোথায় অবস্থিত ? 
Ans : পুনে 

❂ 22. কৈলাসনাথ মন্দির কোথায় অবস্থিত ? 
Ans : কাঞ্চিপুরম, তামিলনাড়ু 

❂ 23. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ? 
Ans : বিহার 

❂ 24. হুমায়ূনের সমাধি কোথায় অবস্থিত ? 
Ans : দিল্লী 

❂ 25. গোমতেশ্বর মূর্তি কোথায় অবস্থিত ? 
Ans : কর্ণাটক 

❂ 26. গোয়ালীয়র দুর্গ কোথায় অবস্থিত ? 
Ans : আগ্রা 

❂ 27. নাশিম বাগ কোথায় অবস্থিত ? 
Ans : শ্রীনগর 

❂ 28. জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত ? 
Ans : লাহোর 

❂ 29. আকবরের সমাধি কোথায় অবস্থিত ? 
Ans : সিকান্দারা, আগ্রা

❂ 30. সূর্য মন্দির কোথায় অবস্থিত ? 
Ans : পুরী, ওড়িশা

❖ 31. কোন মৌলের অভাবে রক্ততারল্য লক্ষণ প্রকাশ পায় ? 
Ans : সোডিয়াম 

❖ 32. আর্গস্টেরল কোন ভিটামিনের প্রোভিটামিন ? 
Ans : ভিটামিন D

❖ 33. ভিটামিন B12 এর সিউডোভিটামিন কি ? 
Ans : মিথাইল কোবালামিন 

❖ 34. P-P ফ্যাক্টর প্রতিরোধ করে কোন ভিটামিন ? 
Ans : ভিটামিন B কমপ্লেক্স

❖ 35. দাঁতের এনামেল গঠনে অংশ নেয় কোন মৌল ? 
Ans : ফ্লুওরিন 

❖ 36. অক্সিজোম দেখা যায় কোন কোশীয় অঙ্গানুতে ? 
Ans : মাইটোকন্ড্রিয়ায়

❖ 37. সিস্টারনি দেখা যায় কোন কোশীয় অঙ্গানুতে ? 
Ans : এন্ডপ্লাজমিক রেটিকিউলাম এবং গলগি বডিতে

❖ 38. বর্ণহীন প্লাস্টিডদের কি বলা হয় ? 
Ans : লিউকোপ্লাস্ট 

❖ 39. সেল স্যাপ বা কোশরস দেখা যায় কোথায় ? 
Ans : উদ্ভিদ কোশের গহ্বরে

❖ 40. টিউবিউলিন প্রোটিন দিয়ে গঠিত কোশের চলনে সাহায্য করে কোন অঙ্গানু ? 
Ans : মাইক্রোটিউবিউল