আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 181

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 181



*********************



➤ 1. 'সাত সাগরের পারে' - কার আত্মজীবনী ? 
Ans : অমল শঙ্কর 

➤ 2. 'প্রভাবতী সম্ভাষণ' - কার আত্মজীবনী ? 
Ans : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

➤ 3. 'Fear Focus' - কার আত্মজীবনী ? 
Ans : গ্রেগ চ্যাপেল 

➤ 4. 'সবারে আমি নমি' - কার আত্মজীবনী ? 
Ans : কানন দেবী 

➤ 5. 'Nothing Venture' - কার আত্মজীবনী ? 
Ans : এডমন্ড হিলারি 

➤ 6. 'Faster Than Lightning : My Autobiography' - কার আত্মজীবনী ? 
Ans : উসেইন বোল্ট 

➤ 7. 'Six Machine' - কার আত্মজীবনী ? 
Ans : ক্রিস গেইল 

➤ 8. 'My Land & My People' - কার আত্মজীবনী ? 
Ans : দলাই লামা 

➤ 9. 'Tigers of the Snow' - কার আত্মজীবনী ? 
Ans : তেনজিং নোরগে 

➤ 10. 'Farewel to Cricket' - কার আত্মজীবনী ? 
Ans : ডন ব্র্যাডম্যান

■ 11. বাংলার আকবর কাকে বলা হয় ? 
Ans : হুসেন শাহ 

■ 12. বাংলার বাঘ কাকে বলা হয় ? 
Ans : আশুতোষ মুখোপাধ্যায় 

■ 13. প্রিন্স অফ ক্যালকাটা কাকে বলা হয় ? 
Ans : সৌরভ গাঙ্গুলী 

■ 14. বাংলার রবার্ট ফ্রস্ট কাকে বলা হয় ?
Ans : কবি শক্তি চট্টোপাধ্যায় 

■ 15. বাংলার বাঘা যতীন কাকে বলা হয় ? 
Ans : যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

■ 16. বাংলার রূপকার কাকে বলা হয় ? 
Ans : ড: বিধানচন্দ্র রায় 

■ 17. বাংলার পুরুষ সিংহ কাকে বলা হয় ? 
Ans : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

■ 18. বাংলার বিক্রমাদিত্য কাকে বলা হয় ? 
Ans : মহারাজা কৃষ্ণচন্দ্র 

■ 19. বাংলার বার্ক কাকে বলা হয় ? 
Ans : বিপিনচন্দ্র পাল 

■ 20. বিশ্ব পথিক কাকে বলা হয় ? 
Ans : রামমোহন রায়