আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 131
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 131
*********************
■ 61. ভারতের একমাত্র পার্বতী মন্দির বৈজনাথ কোথায় অবস্থিত ?
Ans : উত্তরপ্রদেশ
■ 62. বিখ্যাত শিবমন্দির শিবসাগর ভারতের কোথায় অবস্থিত ?
Ans : অসম
■ 63. শাহজাহান নির্মিত মোতি মসজিদ ভারতের কোথায় অবস্থিত ?
Ans : আগ্রা, উত্তরপ্রদেশ
■ 64. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ হাম্পি কোথায় অবস্থিত ?
Ans : কর্ণাটক
■ 65. মান্ডুর বিশেষ রাজপ্রাসাদ হিন্দোদলা মহল কোথায় অবস্থিত ?
Ans : মধ্যপ্রদেশ
■ 66. পাঁচমারি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : মধ্যপ্রদেশ
■ 67. বরিভিলি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : মহারাষ্ট্র
■ 68. ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অন্ধ্রপ্রদেশ
■ 69. ব্ল্যাকবাক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : গুজরাট
■ 70. এরাভিকুলাম রাজমলয় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কেরালা
★ 72. জাতীয় জলপথ নং - ২ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
★ 73. জাতীয় জলপথ নং - ৩ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
★ 74. জাতীয় জলপথ নং - ৪ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
★ 75. জাতীয় জলপথ নং - ৫ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
★ 76. জাতীয় জলপথ নং - ৬ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
★ 77. জাতীয় জলপথ নং - ৭ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
★ 78. জাতীয় জলপথ নং - ৮ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
★ 79. জাতীয় জলপথ নং - ৯ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
★ 80. জাতীয় জলপথ নং - ১০ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
★ 71. জাতীয় জলপথ নং - ১ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ
★ 72. জাতীয় জলপথ নং - ২ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : অসম
★ 73. জাতীয় জলপথ নং - ৩ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : কেরল
★ 74. জাতীয় জলপথ নং - ৪ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : পুদুচেরী, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা
★ 75. জাতীয় জলপথ নং - ৫ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : ওড়িশা, পশ্চিমবঙ্গ
★ 76. জাতীয় জলপথ নং - ৬ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : অসম
★ 77. জাতীয় জলপথ নং - ৭ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : পশ্চিমবঙ্গ
★ 78. জাতীয় জলপথ নং - ৮ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : কেরল
★ 79. জাতীয় জলপথ নং - ৯ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : কেরল
★ 80. জাতীয় জলপথ নং - ১০ কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে ?
Ans : মহারাষ্ট্র