আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 130
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 130
*********************
❐ 41. পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : দামোদর
❐ 42. উত্তর প্রদেশের জোনপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : গোমতী
❐ 43. মধ্যপ্রদেশের জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : নর্মদা
❐ 44. বিহারের দেহরী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : শোন
❐ 45. অসমের ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : ব্রহ্মপুত্র
❐ 46. গুজরাটের গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : সবরমতী
❐ 47. পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : জলঙ্গী
❐ 48. উত্তর প্রদেশের গোরক্ষপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : রাপ্তি
❐ 49. উত্তরাখণ্ডের ঋষিকেশ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : গঙ্গা
❐ 50. ছত্তিশগড়ের রায়গড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : নর্মদা
➥ 51. অপারেশন সুপারবয় কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2013
➥ 52. অপারেশন রাহত কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2013
➥ 53. অপারেশন ইনসানিয়াত কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2017
➥ 54. অপারেশন নিস্তার কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2018
➥ 55. মিশন রিচ আউট কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2019
➥ 56. অপারেশন বান্দার কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2019
➥ 57. অপারেশন সুকুন কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2006
➥ 58. অপারেশন সি ওয়েভস কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2004
➥ 59. অপারেশন স্টিপলচেজ কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 1971
➥ 60. অপারেশন দেবী শক্তি কোন সালে লঞ্চ করা হয় ?
Ans : 2021