আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 129
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 129
*********************
✪ 21. 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : প্যারিস, ফ্রান্স
✪ 22. 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : লস এঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র
✪ 23. 2022 শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : বেজিং, চীন
✪ 24. 2026 অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : ইতালি
✪ 25. 2022 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : বার্মিংহাম, ইংল্যান্ড
✪ 26. 2022 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : চীন
✪ 27. 2026 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : জাপান
✪ 28. 2022 ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : দোহা, কাতার
✪ 29. 2026 ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
✪ 30. 2023 আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : ভারত
➲ 31. ম্যানোমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায় ?
Ans : গ্যাসের চাপ
➲ 32. ভেলাটোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
Ans : বেগের পরিমান নির্নয়
➲ 33. পেডোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
Ans : হাঁটাপথের দূরত্ব নির্ণয়
➲ 34. পিরহেলোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
Ans : সূর্যের বিকিরণ
➲ 35. পিজোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
Ans : উচ্চ চাপ ও সংক্ষেপণ যন্ত্র
➲ 36. বাত পতাকার সাহায্যে কি পরিমাপ করা হয় ?
Ans : বায়ুপ্রবাহের দিক নির্নয়
➲ 37. বোলোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
Ans : তাপ বিকিরণ পরিমাপক
➲ 38. রেনগজের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
Ans : বৃষ্টিপাত
➲ 39. স্নিকোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
Ans : ক্রিকেট বল ছুঁয়েছে কিনা দেখতে
➲ 40. টেনসিওমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায় ?
Ans : তরলের পৃষ্ঠটান