আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 128

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 128



*********************


■ 1. বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় ? 
Ans : 1 লা ডিসেম্বর 
■ 2. জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালন করা হয় ? 
Ans : 2 রা ডিসেম্বর 
■ 3. বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় ? 
Ans : 3 রা ডিসেম্বর 
■ 4. ভারতীয় নৌ-সেনা দিবস কবে পালন করা হয় ? 
Ans : 4 ই ডিসেম্বর
■ 5. ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস 2021 কবে পালন করলো ? 
Ans : 6 ই ডিসেম্বর 
■ 6. আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস কবে পালন করা হয় ? 
Ans : 5 ই ডিসেম্বর 
■ 7. বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয় ? 
Ans : 5 ই ডিসেম্বর 
■ 8. আন্তর্জাতিক এন্টি-করাপশন দিবস কবে পালন করা হয় ? 
Ans : 9 ই ডিসেম্বর
■ 9. মানবাধিকার দিবস কবে পালন করা হয় ? 
Ans : 10 ই ডিসেম্বর 
■ 10. আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালন করা হয় ? 
Ans : 11 ই ডিসেম্বর
⧨ 11. বনগঙ্গা উদ্যান কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : দাদরা ও নগর হাভেলি 
⧨ 12. ওয়ানডোর সৈকতভূমি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
⧨ 13. জাকির গোলাপ উদ্যান কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : চন্ডীগড় 
⧨ 14. নাগোয়া সৈকতভূমি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : দমন এবং দিউ 
⧨ 15. কালপেনি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : লাক্ষাদ্বীপ 
⧨ 16. ফরাসি ইনস্টিটিউট কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : পুদুচেরী

⧨ 17. কূপওয়ারা কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : জম্মু-কাশ্মীর 

⧨ 18. স্পিটুক গুম্ফা কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : লাদাখ 

⧨ 19. সিংপুর কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : উত্তরপ্রদেশ 

⧨ 20. কাঙড়া উপত্যকা কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র ? 
Ans : হিমাচল প্রদেশ