আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 99

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 99



*********************


☯ 41. লোধ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ঝাড়খন্ড 

☯ 42. পাইকারা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু 

☯ 43. রত্নাসেনা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্র

☯ 44. হিমাচল প্রদেশের কুলু শহরটি ভারতের কোন নদীর তীরে অবস্থিত ? 
Ans : বিপাশা 

☯ 45. উত্তরপ্রদেশের আগ্রা শহরটি ভারতের কোন নদীর তীরে অবস্থিত ? 
Ans : যমুনা 

☯ 46. উত্তরপ্রদেশের অযোধ্যা শহরটি ভারতের কোন নদীর তীরে অবস্থিত ? 
Ans : সরযূ

☯ 47. ভানতাওয়াং জলপ্রপাত টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মিজোরাম 

☯ 48. সয়াবিন কোন ধরণের শস্যের অন্তর্ভুক্ত ? 
Ans : খারিফ শস্য 

☯ 49. মালাবার উপকূলে অবস্থিত কুইলন বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কেরল 

☯ 50. কাকিনাড়া বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : অন্ধ্রপ্রদেশ

➥ 51. 'The God of Small Things' উপন্যাসটি কার লেখা ? 
Ans : অরুন্ধতী রায়

➥ 52. সালোকসংশ্লেষের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ? 
Ans : কার্বন-ডাই-অক্সাইড 

➥ 53. নোবেল জয়ী কৈলাস সত্যার্থী কোন সংস্থার সাথে যুক্ত ? 
Ans : Bachpan Bachao Andolan 

➥ 54. মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কাকে বলা হয় ? 
Ans : গোপাল কৃষ্ণ গোখলে 

➥ 55. অদক্ষ শ্রমিকদের পরিযায়ী হওয়ার প্রধান কারণ কি ? 
Ans : দারিদ্রতা 

➥ 56. বিশ্বের দীর্ঘতম রেলওয়ে লাইন কি ? 
Ans : ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে 

➥ 57. ভারতের প্রথম সফল নিউক্লিয় পরীক্ষার কোড নাম কি ছিল ? 
Ans : স্মাইলিং বুদ্ধা 

➥ 58. এম এস এক্সেলে এডিট মোডের জন্য কোন কী ব্যবহার করা হয় ? 
Ans : F2

➥ 59. প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোশীয় অঙ্গানু ? 
Ans : রাইবোজোম

➥ 60. কোন দুই রাজনৈতিক নেতার মধ্যে তাসখেন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ? 
Ans : লাল বাহাদুর শাস্ত্রী এবং আয়ুব খান