আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 98

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 98



*********************


⧩ 21. সংবিধানের কোন ধারায় হাইকোর্ট গঠনের উল্লেখ রয়েছে ? 
Ans : ধারা - 216

⧩ 22. সংবিধানের কোন ধারায় জেলা জজ নিয়োগের উল্লেখ রয়েছে ? 
Ans : ধারা - 233

⧩ 23. সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের গঠনের উল্লেখ রয়েছে ? 
Ans : ধারা - 243B

⧩ 24. সংবিধানের কোন ধারায় পৌরসভা নির্বাচনের উল্লেখ রয়েছে ? 
Ans : ধারা - 243ZA

⧩ 25. সংবিধানের কোন ধারায় আন্ত:রাজ্য পরিষদ গঠনের উল্লেখ রয়েছে ? 
Ans : ধারা - 263

⧩ 26. সংবিধানের কোন ধারায় রাজ্য বিধানসভা গঠনের উল্লেখ রয়েছে ? 
Ans : ধারা - 170

⧩ 27. সংবিধানের কোন ধারায় রাজ্য বিধান পরিষদ গঠনের উল্লেখ রয়েছে ? 
Ans : ধারা - 171

⧩ 28. সংবিধানের কোন ধারায় রাজ্যের অর্থবিলের সংজ্ঞা রয়েছে ? 
Ans : ধারা - 199

⧩ 29. সংবিধানের কোন ধারায় সুপ্রিমকোর্ট পরিচালনার নিয়মকানুন এর উল্লেখ রয়েছে ? 
Ans : ধারা - 145

⧩ 30. সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় অর্থবিলের সংজ্ঞার রয়েছে ? 
Ans : ধারা - 110

➢ 31. ভারত কোন বছর প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতে ? 
Ans : 1983 

➢ 32. কোন ক্রিকেটারের একদিবসীয় ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান রয়েছে ? 
Ans : রোহিত শর্মা 

➢ 33. প্রথম ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করে কোন দেশ ? 
Ans : ইংল্যান্ড

➢ 34. কোন খেলোয়াড়ের একদিবসীয় ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট রয়েছে ? 
Ans : মুথাইয়া মুরলীধরন

➢ 35. টেস্ট ক্রিকেটে ভারত কোন সালে আত্মপ্রকাশ করে ? 
Ans : 1932

➢ 36. প্রথম টেস্ট ম্যাচ কোন সালে অনুষ্ঠিত হয় ? 
Ans : 1877 

➢ 37. টেস্ট ক্রিকেটে সর্বাধিক ব্যাটিং গড় রয়েছে কোন খেলোয়াড়ের ? 
Ans : ডন ব্র্যাডম্যান 

➢ 38. ভারতের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন ? 
Ans : সি কে নাইডু 

➢ 39. প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ কোন সালে অনুষ্ঠিত হয় ? 
Ans : 2015 সালে 

➢ 40. ভারত কবে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে ? 
Ans : 2019