আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 101
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 101
*********************
❂ 81. অপারেশন ব্লাকবোর্ড কি সম্পর্কিত ?
Ans : ভারতে সাক্ষরতা অভিযান
❂ 82. অপারেশন ক্যাকটাস-লিলি কি সম্পর্কিত ?
Ans : 1971 সালে বাংলাদেশের যুদ্ধে ভারতীয় বায়ুসেনার অভিযান
❂ 83. অপারেশন সাইলেন্স কি সম্পর্কিত ?
Ans : পাকিস্তানের লাল মসজিদে জঙ্গি দমন
❂ 84. অপারেশন মেঘদূত কি সম্পর্কিত ?
Ans : 1984 সালে ভারতীয় বায়ুসেনার সিয়াচেন হিমাবাহে কর্তৃত্ব কায়েম
❂ 85. অপারেশন সূর্য হোপ কি সম্পর্কিত ?
Ans : ভারতীয় সৈন্য কর্তৃক উত্তরাখণ্ডে উদ্ধারকার্য
❂ 86. অপারেশন সহযোগ (2018) কি সম্পর্কিত ?
Ans : কেরলের বন্যাপ্লাবিত অঞ্চলের উদ্ধারকার্য
❂ 87. অপারেশন অল আউট কাশ্মীর কি সম্পর্কিত ?
Ans : কাশ্মীর থেকে উগ্রপন্থী বিতাড়ন
❂ 88. অপারেশন নেপচুন স্পিয়ার কি সম্পর্কিত ?
Ans : US কর্তৃক ওসামা বিন লাদেনের হত্যা
❂ 89. অপারেশন থ্রি স্টার কি সম্পর্কিত ?
Ans : তিহার জেলে আফজল গুরু এর ফাঁসি
❂ 90. অপারেশন ব্ল্যাক টর্নেডো কি সম্পর্কিত ?
Ans : তাজ হোটেলে কমান্ডো কর্তৃক জঙ্গি দমন (2008)
▣ 92. 'চৈতন্য ভগবৎ' কে রচনা করেন ?
▣ 93. ভারতের প্রথম অকংগ্রেসি রাষ্ট্রপতি কে ছিলেন ?
▣ 94. কোন ব্রিটিশ শাসকের আমলে পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন ?
▣ 95. কোন রাজা অশ্বমেধ যজ্ঞ করেন ?
▣ 96. আদি কংগ্রেসের সম্মেলনকে 'তিন দিনের তামাশা' বলে কে উল্লেখ করেন ?
▣ 97. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন হয় কোন সালে ?
▣ 98. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল ?
▣ 99. আচার্য বিনোবা ভাবে কত সালে ভূদান আন্দোলন শুরু করেন ?
▣ 100. 'শিন্টেবাদ' কোন দেশের অন্যতম প্রাচীন ধর্ম ?
▣ 91. 'দীপবংশ' ও 'মহাবংশ' কোন ভাষায় রচিত হয় ?
Ans : পালি ভাষা
▣ 92. 'চৈতন্য ভগবৎ' কে রচনা করেন ?
Ans : বৃন্দাবন দাস
▣ 93. ভারতের প্রথম অকংগ্রেসি রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans : ভি ভি গিরি
▣ 94. কোন ব্রিটিশ শাসকের আমলে পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন ?
Ans : লর্ড ক্যানিং
▣ 95. কোন রাজা অশ্বমেধ যজ্ঞ করেন ?
Ans : প্রথম পুলকেশী
▣ 96. আদি কংগ্রেসের সম্মেলনকে 'তিন দিনের তামাশা' বলে কে উল্লেখ করেন ?
Ans : অশ্বিনী কুমার দত্ত
▣ 97. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন হয় কোন সালে ?
Ans : 1930 সালে
▣ 98. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল ?
Ans : অস্ট্রেলিয়া
▣ 99. আচার্য বিনোবা ভাবে কত সালে ভূদান আন্দোলন শুরু করেন ?
Ans : 1951 সালে
▣ 100. 'শিন্টেবাদ' কোন দেশের অন্যতম প্রাচীন ধর্ম ?
Ans : জাপান