দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 09/06/2024 - 25/06/2024

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  09/06/2024 - 25/06/2024

********************


25/06/2024

⬕ 1. নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে Girija Subramanian কে নিযুক্ত করা হলো 
⬕ 2. HDFC ERGO জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অনুজ ত্যাগীকে নিযুক্ত করা হলো 
⬕ 3. 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.8% -এ নির্ধারণ স্থির রাখলো S&P Global Ratings 
⬕ 4. মহারাষ্ট্রের রাজ্যপাল Shri Ramesh Bais নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Gateways to the Sea'
⬕ 5. তীরন্দাজী বিশ্বকাপ 2024 Stage 3 তে দুটি ব্রোঞ্জ পদক জিতলেন Dhiraj Bommadevara
⬕ 6. প্রতিবছর 25 শে জুন International Day of the Seafarer পালন করা হয়
⬕ 7. বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 200 টি ছয় মেরে নজির গড়লেন রোহিত শর্মা 
⬕ 8. আর্মি স্টাফের পরবর্তী ভাইস-চিফ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লিউটেন্যান্ট জেনারেল NS Raja Subramani
⬕ 9. রাজ্যের সমস্ত জেলায় One P.M College Of Excellence গড়ে তোলার অনুমোদন দিলো মধ্যপ্রদেশ সরকার 
⬕ 10. সায়েন্স এবং টেকনোলজি প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং "One Week One Theme" (OWOT) ক্যাম্পেইন লঞ্চ করলেন



24/06/2024

■ 1. উত্তরপ্রদেশে বিশ্বের প্রথম Asian King Vulture কনজার্ভেশন এবং ব্রিডিং সেন্টার গড়ে উঠতে চলেছে 
■ 2. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টের টার্মিনাল - 3 -এ 'FTI–TTP' এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
■ 3. Sa-Dhan -এর চেয়ারপার্সন পদে ESAF স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের MD ও CEO Paul Thomas কে নির্বাচিত করা হলো 
■ 4. Sony Pictures নেটওয়ার্কস ইন্ডিয়া গৌরব ব্যানার্জিকে ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত করলো 
■ 5. অ্যান্টি-ডোপিং নীতি লঙ্ঘনের জন্য অলিম্পিক মেডেলিস্ট বজরং পুনিয়াকে সাসপেন্ড করলো NADA 
■ 6. টেকনোলজিক্যাল এডভান্সমেন্টের জন্য Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) ভারতীয় সেনাবাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করলো 
■ 7. ভারতে EV সেফটি এবং কোয়ালিটি বাড়াতে দুটি নতুন স্ট্যান্ডার্ড IS 18590: 2024 এবং IS 18606: 2024 চালু করলো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)
■ 8. 16 তম অন্ধ্রপ্রদেশ লেজিসলেটিভ এসেম্বলির স্পিকার হিসেবে C. Ayyanna Patrudu কে নির্বাচিত করা হলো 
■ 9. বাংলাদেশী নাগরিকদের জন্য ই-মেডিক্যাল ভিসা ফ্যাসিলিটি লঞ্চ করতে চলেছে ভারত
■ 10. ভারতের কোঝিকোড়ে UNESCO City of Literature -এর তকমা পেয়ে ইতিহাস গড়লো 



23/06/2024

★ 1. গত 21 শে জুন বিশ্ব মিউজিক দিবস (World Music Day) পালিত হলো
★ 2. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইনডেক্স 2024 অনুযায়ী 63 তম স্থান অধিকার করলো, শীর্ষে সুইডেন 
★ 3. ফিনান্সিয়াল সেক্টরে ভারতের সাইবার সিকিউরিটি বাড়াতে CERT-In এবং মাস্টারকার্ড ইন্ডিয়া চুক্তি স্বাক্ষর করলো
★ 4. ট্রাভেল এবং ট্যুরিজম স্টককে ট্র্যাক করার জন্য NSE সম্প্রতি Nifty Tourism ইনডেক্স লঞ্চ করলো 
★ 5. অপর্যাপ্ত মূলধনের জন্য সিটি কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করলো RBI 
★ 6. একটানা তিনবারের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক এডমিনিষ্ট্রেশন (IIPA) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং 
★ 7. গ্র্যান্ডমাস্টার Arjun Erigaisi সম্প্রতি Stepan Avagyan Memorial RR ট্যুর্নামেন্ট 2024 জিতলেন 
★ 8. কলেজে ভর্তির জন্য রাজ্যে প্রথমবার সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করলো পশ্চিমবঙ্গ সরকার 
★ 9. ইমার্জিং স্কিলের সাথে ভারতে কৃষিক্ষেত্রকে গতি প্রদান করতে অস্ট্রেলিয়া সরকারের সাথে জোটবদ্ধ হলো MSDE 
★ 10. ফেডারেল ব্যাংক এবং NPCI জোটবদ্ধ ভাবে UPI চালিত লেনদেনের মাধ্যমে RuPay Wave ক্রেডিট কার্ড লঞ্চ করলো 




22/06/2024

■ 1. গ্লোবাল ডোমেস্টিক এয়ারলাইন মার্কেটে ভারত তৃতীয় স্থান অধিকার করলো 
■ 2. হিজাবের সাথে সাথে অন্যান্য 'Alien Garments' কে নিষিদ্ধ করলো তাজিকিস্তান সরকার 
■ 3. সম্প্রতি লাদাখে বৌদ্ধ সাংস্কৃতিক উৎসব 'Hemis Festival 2024' অনুষ্ঠিত হলো 
■ 4. গত 21 শে জুন World Hydrography  দিবস পালিত হলো, এবছরের থিম - "Hydrographic Information - Enhancing Safety, Efficiency and Sustainability in Marine Activities"
■ 5. ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোজ জেইন কে নিযুক্ত করা হলো 
■ 6. অটল পেনশন যোজনা বাস্তবায়নের জন্য জাতীয় পুরস্কার পেলো কর্ণাটক বিকাশ গ্রামীন ব্যাংক 
■ 7. পুনের মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল Nelson D’Souza
■ 8. ওড়িশার এসেম্বলি স্পিকার হিসেবে Surama Padhy কে নির্বাচিত করা হলো 
■ 9. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা রোড সেফটি বাড়াতে IIT দিল্লীর সাথে চুক্তি স্বাক্ষর করলো NHAI 
■ 10. মহারাষ্ট্রের বাধাবনে গ্রিনফিল্ড মেজর পোর্ট নির্মাণের অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 




21/06/2024


❐ 1. প্রতি বছর 21 শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়, এবছরের থিম - "Yoga for Self and Society"
❐ 2. HaRBInger 2024 হ্যাকথনের জন্য APIX এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক জোটবদ্ধ হলো 
❐ 3. T20 বিশ্বকাপ 2024 এর প্রথম হ্যাট্রিক নিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স 
❐ 4. 'The Hunger Games’ বিখ্যাত অভিনেতা Donald Sutherland 88 বছর বয়সে প্রয়াত হলেন 
❐ 5. দুই দেশের সিকিউরিটি সহযোগিতা বাড়াতে ভারত এবং শ্রীলঙ্কা মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার কমিশন করলো 
❐ 6. বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক এয়ারপোর্ট গড়ে তোলার মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
❐ 7. সম্প্রতি SabPaisa কে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্সের মান্যতা দিলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) 
❐ 8. সাইবারস্পেস অপারেশনের জন্য জয়েন্ট ডকট্রিন প্রকাশ করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান 
❐ 9. ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর ডিরেক্টর (এন্টারপ্রাইজ) পদে Sudhakararao Papa কে নিযুক্ত করা হলো
❐ 10. মাইশুরু তে ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2024 এর উদ্বোধন করলেন কর্ণাটকের রাজ্যপাল Thaawarchand Gehlot


20/06/2024

❖ 1. Paavo Nurmi Games 2024 -এ অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া গোল্ড মেডেল জিতলেন 
❖ 2. প্রতি বছর 20 ই জুন বিশ্ব রিফিউজি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Everyone is Welcome'
❖ 3. নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ড বোল্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন 
❖ 4. সুইজারল্যান্ডের জেনেভাতে সম্প্রতি 112 তম আন্তর্জাতিক লেবার কনফারেন্স সম্পন্ন হলো 
❖ 5. Offshore Wind এনার্জি প্রজেক্ট বাস্তবায়নের জন্য Viability Gap Funding স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
❖ 6. ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 এর জন্য ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী Chirag Paswan এবং Shri Ravneet Singh
❖ 7. মাইক্রোসফট কে সরিয়ে বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানির স্থান অর্জন করলো Nvidia 
❖ 8. দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়ের মান্যতা দিলো থাইল্যান্ড 
❖ 9. আর্মি হাসপাতালে পার্সোনেল এবং ফ্যামিলিদের অতিউন্নত পরিষেবা দেওয়ার জন্য স্টেট-অফ-দি-আর্ট স্কিন ব্যাংক ফ্যাসিলিটি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি 
❖ 10. মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির (MCD) কমিশনার পদে IAS অফিসার অশ্বিনী কুমারকে নিযুক্ত করা হলো 





19/06/2024

■ 1. ভারতের সর্বোচ্চ Valued Celebrity ব্র্যান্ড হিসেবে নিজের স্থান পুনরায় অর্জন করলেন বিরাট কোহলি যার ব্র্যান্ড ভ্যালু $227.9 মিলিয়ন
■ 2. জার্মানির বন শহরে সম্প্রতি  Bonn Climate Conference 2024 সম্পন্ন হলো 
■ 3. মালপত্র চেক-ইনের জন্য ভারতের প্রথম সেল্ফ-সার্ভিস পরিষেবা লঞ্চ করলো দিল্লী এয়ারপোর্ট
■ 4. চলচ্চিত্র নির্মাতা Vinod Ganatra কে নেলসন ম্যান্ডেলা লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড -এ সম্মানিত করা হলো 
■ 5. গত 18 ই জুন Sustainable Gastronomy Day পালিত হলো, 
■ 6. বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার প্রথম শিশু বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Ed Finds a Home'
■ 7. ওড়িশার প্রাক্তন রাজ্যপাল Murlidhar Chandrakant Bhandare 95 বছর বয়সে প্রয়াত হলেন
■ 8. ইংরেজি লেখক নন্দিনী সেনগুপ্ত কে তার "The Blue Horse and Other Amazing Animal Stories from Indian History" লেখনীর জন্য বাল সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হলো 
■ 9. বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা Subbiah Nallamuthu কে V. Shantaram লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড -এ সম্মানিত করা হলো 
■ 10. বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 



18/06/2024

★ 1. এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 176 তম স্থান অধিকার করলো
★ 2. 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7.2% নির্ধারণ করলো Fitch Ratings 
★ 3. নিয়মনীতি লঙ্ঘনের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং সোনালী ব্যাংক PLC -এর উপর ফাইন চাপালো RBI
★ 4. Mercer Report অনুযায়ী ভারতের সবথেকে খরচ বহুল শহরের তকমা ধরে রাখলো মুম্বাই 
★ 5. উত্তরপ্রদেশের গাজীপুরে অবস্থিত Purvanchal Co-operative Bank -এর লাইসেন্স বাতিল করলো RBI 
★ 6. আবহাওয়া পরিবর্তনের সাথে লড়তে ভারত এবং US যৌথভাবে NASA-ISRO Synthetic Aperture Radar লঞ্চ করতে চলেছে 
★ 7. বিশ্বের সর্বোচ্চ স্টিল আর্চ রেল ব্রিজের (চেনাব ব্রিজ) উপর সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন করলো ভারতীয় রেলওয়ে 
★ 8. আগামী আগস্টে প্রথমবার বহু-দেশীয় বায়ু অনুশীলন Tarang Shakti হোস্ট করতে চলেছে ভারত
★ 9. হিন্দি লেখক গৌরব পান্ডেকে 'যুব পুরস্কার' 2024 সম্মানে সম্মানিত করা হতে চলেছে 
★ 10.  BWF অস্ট্রেলিয়ান ওপেন 2024 খেতাব জিতলেন মালয়েশিয়ার Lee Zii Jia




17/06/2024

➥ 1. AGRO RANGERS এর প্রতিষ্ঠাতা Siddhesh Sakore কে Land Hero সম্মানে সম্মানিত করলো UN এজেন্সি 
➥ 2. স্লোভাকিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Peter Pellegrini
➥ 3. পরিযায়ী শ্রমিকদের জন্য ডিজিটাল পেমেন্ট বাড়াতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স এবং SBI চুক্তি স্বাক্ষর করলো 
➥ 4. যুবদের IT স্কিলে সমৃদ্ধ করে তুলতে তামিলনাড়ু সরকারের সাথে জোটবদ্ধ হলো Oracle
➥ 5. অরুণাচল প্রদেশ এসেম্বলির নতুন স্পিকার হিসেবে Tesam Pongte কে নির্বাচিত করা হলো 
➥ 6. প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক হারপাল সিং বেদী 72 বছর বয়সে প্রয়াত হলেন 
➥ 7. দ্বিতীয় বারের জন্য দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Cyril Ramaphosa
➥ 8. বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে নিজস্ব Deep Sea মিশন লঞ্চ করতে চলেছে ভারত 
➥ 9. পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে 'Prerna Sthal' (Inspiration Site) -এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার 
➥ 10. কেরলের কোঝিকোরে তে মালাবার নদী উৎসব 2024 অনুষ্ঠিত হতে চলেছে 




16/06/2024

❏ 1. ওড়িশার 15 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি
❏ 2. Chang’e-7 মিশনকে সফল করতে চীনের সাথে জোটবদ্ধ হলো ইজিপ্ট এবং বাহারিন
❏ 3. রাশিয়ান অ্যাসেট ব্যবহার করে ইউক্রেন কে $50 bn লোন দেওয়ার জন্য সম্মতি জানালো G7
❏ 4. গ্লোবাল ইকুইটি মার্কেটে হংকং কে অতিক্রম চতুর্থ স্থান অধিকার করলো ভারত
❏ 5. ট্রাডিশনাল মেডিসিন রিসার্চের জন্য তৃতীয় ভারতীয় ইনস্টিটিউট হিসেবে হায়দ্রাবাদের NIIMH -কে স্বীকৃতি দিলো WHO
❏ 6. মহিলা চালিত স্টার্টআপ Ingenious Research Solutions Pvt Ltd সম্প্রতি AI Tool 'Divya Drishti' তৈরি করলো
❏ 7. Alpana Killawala নতুন একটি বই লিখলেন যার শিরোনাম "A Fly on the RBI Wall"
❏ 8. দুই দিন ব্যাপী India-IORA ক্রুজ ট্যুরিজম কনফারেন্স নতুন দিল্লীতে সম্পন্ন হলো 
❏ 9. প্রতি বছর 16 ই জুন International Day of Family Remittances পালিত হয়, এছাড়া গত 15 ই জুন World Elder Abuse Awareness দিবস পালন করা হলো
❏ 10. ভোপাল থেকে 'PM Shri Paryatan Vayu Seva' নামক ট্যুরিজম এয়ার সার্ভিসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব 





15/06/2024

■ 1. প্রথম ভারতীয় রাইডার হিসেবে three-star গ্র্যান্ড প্রিক্স ইভেন্ট জিতলেন Shruti Vora
■ 2. ICC প্লেয়ার অফ দি মান্থ ফর মে 2024 হলেন Gudakes Motie (পুরুষ দল) এবং Chamari Athapaththu (মহিলা দল)
■ 3. গ্লোবাল Peace ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 116 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে আইসল্যান্ড 
■ 4. বিখ্যাত সরোদ বাদক পন্ডিত রাজীব তারানাথ 91 বছর বয়সে প্রয়াত হলেন 
■ 5. ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সম্প্রতি 'NCRB Sankalan of Criminal Laws’ নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো 
■ 6. কৃষিক্ষেত্রে আরো উন্নতি সাধনের জন্য নিউজিল্যান্ডের সাথে চুক্তি এবং পার্টনারশিপ করলো জম্মু ও কাশ্মীর 
■ 7. ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে অজিত দোভালকে পুনরায় নিযুক্ত করা হলো 
■ 8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য সেক্রেটারি পদে প্রাক্তন IAS অফিসার P K Mishra কে পুনরায় নিযুক্ত করা হলো 
■ 9. ভারতের বিখ্যাত বোলার আর অশ্বিন তার আত্মজীবনী প্রকাশ করলেন যার শিরোনাম 'I Have the Streets: A Kutti Cricket Story'
■ 10. FIDE অনুর্দ্ধ - 20 ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতলেন ভারতের Divya Deshmukh এবং কাজাখস্তানের Kazybek Nogerbek 



14/06/2024

◆ 1. ওয়ার্ল্ড এথলেটিক্সের সাথে পাঁচ বছরের জন্য সম্প্রচার চুক্তি সম্পন্ন করলো টাটা কমিউনিকেশন 
◆ 2. কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (CSTO) এর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী Nikol Pashinyan
◆ 3. প্রিপেড ওয়ালেট বিজনেস শুরু করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের মান্যতা পেলো Jupiter Money
◆ 4. প্রতি বছর 14 ই জুন World Blood Donor দিবস পালন করা হয়, এবছরের থিম - '20 years of celebrating giving: thank you blood donors!'
◆ 5. মেয়েদের জন্য শিক্ষাকে প্রমোট করতে আসাম সরকার 'Mukhya Mantri Nijut Moina' স্কিম লঞ্চ করলো 
◆ 6. তৃতীয় বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পেমা খান্ডু
◆ 7. ব্যবসায়িক ক্ষেত্রে এফিসিয়েন্সিকে বুস্ট করতে Lab45 AI প্লাটফর্ম লঞ্চ করলো Wipro
◆ 8. ভারতীয় কলা ও সংস্কৃতিকে প্রমোট করতে Sansad TV -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো IGNCA
◆ 9. অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে Aurionpro Payments কে মান্যতা দিলো RBI
◆ 10. NSG Fraud ধরতে না পারার জন্য Axis ব্যাংকের উপর ফাইন চাপালো ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU)




13/06/2024

■ 1. 2025 সালটিকে the International Year of Quantum Science and Technology বলে ঘোষণা করলো ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলি 
■ 2. বিশ্বের 100 সবথেকে মূল্যবান ব্রান্ডের তালিকায় ভারতের Infosys স্থান পেলো
■ 3. গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স 2024 -এ ভারত 129 তম স্থান অধিকার করলো 
■ 4. প্রতি বছর 13 ই জুন International Albinism Awareness দিবস পালিত হয় 
■ 5. ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান মেডিক্যাল সিস্টেম দুদিন ব্যাপী ন্যাশনাল কনফারেন্স 'PRANA' -এর আয়োজন করলো 
■ 6.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে আয়োজিত 50 তম G7 leaders’ summit -এ অংশগ্রহণ করতে চলেছেন 
■ 7. লোক্যাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম এর সূচনা করতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী (UAE)
■ 8. রাশিয়া এবং বেলারুশ সম্প্রতি নিউক্লিয় অস্ত্র ড্রিল সম্পন্ন করলো
■ 9. SBICAP Ventures লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে প্রেম প্রভাকরকে নিযুক্ত করা হলো
■ 10. আদানি ডিফেন্স এবং UAE এর EDGE গ্রুপ গ্লোবাল ডিফেন্স পার্টনারশিপের ঘোষণা করলো




12/06/2024

★ 1. চতুর্থ বারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন চন্দ্রবাবু নাইডু 
★ 2. নয়ডাতে MotoGp Bharat 2025 সংস্করণের আয়োজন করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার 
★ 3. প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি অতিরিক্ত রুরাল এবং আরবান ঘর প্রদানের ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার
★ 4. BRICS গ্রুপে ইজিপ্ট, ইরান, UAE, সৌদি আরব এবং ইথিওপিয়াকে স্বাগত জানালো ভারত 
★ 5. প্রতি বছর 12 ই জুন World Day Against Child Labour দিবস পালিত হয় 
★ 6. চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
★ 7. জাপান ও ভারতের যৌথ মেরিটাইম অনুশীলন JIMEX-24 জাপানের Yokosuka -তে শুরু হলো 
★ 8. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি 'SME Digital Business Loans' লঞ্চ করলো 
★ 9. 2025 FIH হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ হোস্ট করতে চলেছে ভারত 
★ 10. সেলুলার অপারেটর্স এসোসিয়েশন অফ ইন্ডিয়ার (COAI) চেয়ারম্যান পদে Abhijit Kishore কে এবং ভাইস-চেয়ারম্যান পদে Rahul Vatts কে নিযুক্ত করা হলো







11/06/2024

★ 1. সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন প্রেম সিং তামাং 
★ 2. ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) এবং সম্মিলিত জাতীপুঞ্জ The State of World Fisheries and Aquaculture 2024 প্রকাশ করলো
★ 3. ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হলেন Anamika B. Rajeev
★ 4. মহারানা প্রতাপ ট্যুরিস্ট সার্কিটে 100 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজস্থান সরকার 
★ 5. ষষ্ঠ ATP চ্যালেঞ্জার টেনিস খেতাব জিতলো ভারতের টেনিস স্টার সুমিত নাগপাল 
★ 6. পরপর তিন বছর কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন রেড বুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন 
★ 7. লোকসভাতে কনিষ্ঠতম ট্রাইবাল মহিলা হিসেবে নির্বাচন জিতলেন Priyanka Jarkiholi
★ 8. পরিযায়ীদের সাহায্য করতে গোল্ডেন ভিসা স্কিমের ব্যবহার করতে চলেছে পর্তুগাল 
★ 9. শ্রীলঙ্কাতে ভারতীয়দের UPI পেমেন্ট অফার দিতে PickMe -এর সাথে জোটবদ্ধ হলো PhonePe
★ 10. World Bank CPPI এর শ্রেষ্ঠ 20 -এর তালিকায় বিশাখাপত্তনম পোর্ট 19 তম স্থান অধিকার করলো 











10/06/2024


■ 1. ফ্রেঞ্চ ওপেন 2024 এ পুরুষ একক বিভাগে খেতাব জিতলেন Carlos Alcaraz এবং মহিলা একক বিভাগে খেতাব জিতলেন Iga Swiatek
■ 2. গত 9 ই জুন International Archives দিবস পালিত হলো, এছাড়া একই দিনে World Accreditation দিবসও পালিত হলো
■ 3. মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস একটি স্মৃতিকথা প্রকাশ করলেন যার শিরোনাম 'Source Code: My Beginnings'
■4. IIT কানপুর এবং Centre of Excellence for UAVs and DFI জোটবদ্ধ ভাবে ড্রোন স্টার্টআপ ইনিশিয়েটিভ UDAAN লঞ্চ করলো 
■ 5. শান্তিপূর্ণ Moon Exploration -এর জন্য পেরু এবং স্লোভাকিয়া Artemis Accords স্বাক্ষর করলো 
■ 6. মহাকাশ গবেষণা সংস্থা ISRO সম্প্রতি জয়েন্ট ইন্দো-ফ্রেঞ্চ ইনফ্রারেড আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট মিশন TRISHNA -এর ঘোষণা করলো
■ 7. Magnus Carlsen (পুরুষদের মধ্যে) এবং Ju Wenjun (মহিলাদের মধ্যে) নরওয়ে চেস খেতাব 2024 জিতলেন 
■ 8. Apollo 8 এর মহাকাশচারী William Anders সম্প্রতি প্রয়াত হলেন 
■ 9. কনজার্ভেশন গ্রান্ট থেকে তানজানিয়া কে বাদ দিলো ইউরোপিয়ান কমিশন 
■ 10. ডিপার্টমেন্ট অফ রুরাল ,ডেভেলপমেন্ট -এর ডিরেক্টর পদে Raj Priy Singh কে নিযুক্ত করা হলো 



09/06/2024

■ 1. 79 তম UN জেনারেল এসেম্বলির সেশনের সভাপতি হিসেবে Philemon Yang কে নির্বাচিত করা হলো 
■ 2. Bisleri Limonata বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো
■ 3. Apple কে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় সবথেকে মূল্যবান কোম্পানির তকমা পেলো Nvidia
■ 4. Kotak General -এ Zurich Insurance এর 70% মালিকানার মান্যতা দিলো RBI 
■ 5. চেন্নাইতে এক্সক্লুসিভ স্টার্টআপ ব্রাঞ্চ লঞ্চ করলো ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক (IOB)
■ 6. উত্তরাখণ্ডে দেশের প্রথম Astro-Tourism ইনিশিয়েটিভ 'Nakshatra Sabha' -এর উন্মোচন করা হলো 
■ 7. নাভি মুম্বাইতে গ্লোবাল ইকোনমিক হাব স্থাপন করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড 
■ 8. রেপো রেট কে 6.5% -এ স্থির রাখার সিদ্ধান্ত নিলো RBI গভর্নর শক্তিকান্ত দাস 
■ 9.  Nar Singh এবং Rohini Lokhande সম্প্রতি দিলীপ বোস লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড জিতলেন 
■ 10. সংযুক্ত রিসার্চ এবং ট্রেনিং এর জন্য IIT হায়দ্রাবাদের সাথে চুক্তি স্বাক্ষর করলো আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিস (AFMS)