আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 85

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 85



*********************


✪ 121. Linux হলো একটি _____ এর উদাহরণ ? 
Ans : ওপেন সোর্স সফ্টওয়্যার

✪ 122. কোনটির সাহায্যে কম্পিউটার উচ্চ লেভেলের প্রোগ্রাম কে নিম্ন লেভেলের প্রোগ্রামে রূপান্তর ঘটায় ? 
Ans : কম্পাইলার এবং ইন্টারপ্রিটার 

✪ 123. Unix কে তৈরি করেন ? 
Ans : Ken Thompson 

✪ 124. পেজ মেকার সফ্টওয়্যার কোন অপারেটিং সিস্টেমে সাথে সম্পর্কিত ? 
Ans : উইন্ডোজ 

✪ 125. Oracle হলো এক ধরণের _____ সফ্টওয়্যার ? 
Ans : ডেটাবেস সফ্টওয়্যার

✪ 126. কম্পিউটারে ব্যবহৃত শব্দ CAD এর পুরো কথা কি ? 
Ans : Computer Aided Design

✪ 127. যখন কম্পিউটার খোলা হয় তখন বুট রুটিন কোন টেস্ট সম্পন্ন করে ? 
Ans : ডিস্ক ড্রাইভ টেস্ট 

✪ 128. MS Word হলো এক ধরণের _____ সফ্টওয়্যার ? 
Ans : অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার

✪ 129. হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম কে কম্পাইলার কিসে অনুবাদ করে ? 
Ans : মেশিন ল্যাঙ্গুয়েজ

✪ 130. অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার হলো একটি ______ এর উদাহরণ ? 
Ans : সিকিউরিটি ইউটিলিটি

■ 131. কোন রাজ্যের অন্যতম বিখ্যাত উৎসব হলো 'Ugadi' ? 
Ans : অন্ধ্রপ্রদেশ 

■ 132. রেয়ন কাপড় প্রস্তুতিতে কোন ধরণের ফাইবার ব্যবহৃত হয় ? 
Ans : সেলুলোজ

■ 133. ভারতের বৃহত্তম রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন টি হলো ? 
Ans : কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) 

■ 134. আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : সুইজারল্যান্ড

■ 135. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের উল্লেখ রয়েছে ? 
Ans : আর্টিকেল 60 

■ 136. ডোগরি ভাষা মূলত ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমানে ব্যবহৃত হয় ? 
Ans : জম্মু-কাশ্মীর

■ 137. পত্রিকা গেট ভারতের কোন শহরে অবস্থিত ? 
Ans : জয়পুর 

■ 138. ভারতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কে নিয়ন্ত্রণ করে ? 
Ans : SEBI এবং RBI

■ 139. প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) কোন সালে লঞ্চ করা হয় ? 
Ans : 2019 

■ 140. জাতীয় গ্রাহক অধিকার দিবস কোন তারিখে পালিত হয় ? 
Ans : 24 শে ডিসেম্বর