আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 29

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 29


*********************


21. পরমাণু কেন্দ্রের ব্যাসার্ধ প্রায় - (WBP 2005)
[A] 10^-10 cm
[B] 10^-13 cm ✔
[C] 10^13 cm
[D] 10^10 cm

22. জীবদেহের ক্ষেত্রে নিম্নের কোনটি অপুষ্টি দায়ক নয় ?  (WBP 2006)
[A] লোহা
[B] তামা
[C] লেবু ✔
[D] দস্তা

23. নিম্নের কোনটি জৈব সার ? (WBP 2006) 
[A] ডিডিটি
[B] মলিবডেনাম
[C] নাইট্রেট
[D] রাইজোবিয়াম ✔

24. উচ্চ শ্রেণীর মেরুদন্ডী প্রাণী মস্তিস্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে এই পর্দা গুলি মস্তিষ্কের সবচেয়ে কাছে থাকে ? (WBP 2006)
[A] পিয়া মেটার ✔
[B] অ্যাবাকনডমেটার
[C] ডুরামেটার
[D] মেনিনজাইটিস

25. নিচের কোন পদার্থ টি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে ? (WBP 2006) 
[A] KMnO4
[B] H2O2 ✔
[C] K2Cr2O7
[D] BaO2



26. নিম্নের কোন ধাতুটি কার্বনেট লবন অজানা ? (WBP 2006)
[A] Al
[B] Ca
[C] Fe ✔
[D] Cu

27. প্রতি ঘন্টায় হৃৎপিন্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমান -  (WBP 2006)
[A] 300 লিটার ✔
[B] 600 লিটার
[C] 1000 লিটার
[D] 1200 লিটার


28. ভারতের জাতীয় উদ্ভিদ কোনটি ? (WBP 2006)
[A] আম
[B] নিম
[C] বট ✔
[D] পদ্ম

29. পদার্থের যে অবস্থা টি সম্পূর্ণ আয়নিত তাকে বলা হয় -  (WBP 2006)
[A] প্লাজমা ✔
[B] কঠিন
[C] তরল
[D] গ্যাস

30. দুধ একপ্রকার দ্রবণ যাকে বলা হয় ? (WBP 2006)
[A] ইমালসন ✔
[B] জেল
[C] ফেনা
[D] সল

31. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই পাঠ দেখায় ? (WBP 2006)
[A] 40 ডিগ্রি
[B] - 40 ডিগ্রি ✔
[C] 0 ডিগ্রি
[D] - 60 ডিগ্রি

32. ভুসো কালি মাখানো ধাতব বস্তু কে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নের কোন ঘটনার জন্য ? (WBP 2006)
[A] প্রতিফলন 
[B] প্রতিসরণ
[C] বিচ্ছুরণ
[D] অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ✔

33. নিচের কোনটি প্যারা ম্যাগনেটিক ? (WBP 2006)
[A] O2 ✔
[B] N2
[C] F2
[D] H2

34. স্ট্রেপটোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীবনাশক, এর উৎস হল -  (WBP 2006)
[A] ব্যাকটেরিয়া ✔
[B] ছত্রাক
[C] ভাইরাস
[D] ওপরের কোনটি নয়

35. নিম্নের মধ্যে কোনটি পরিবাহী ? (WBP 2006)
[A] কাঁচ
[B] গ্রাফাইট ✔
[C] এবোনাইট
[D] সিল্ক

36. এলুমিনা সংগৃহীত হয় _ এর থেকে ? (WBP 2006)
[A] হেমাটাইট
[B] বক্সাইট ✔
[C] ম্যাগনেটাইট
[D] এনথ্রাসাইট

37. ভারী জল হল -  (WBP 2006)
[A] H20
[B] বারবার পাতন এর দ্বারা তৈরি জল
[C] D2O ✔
[D] 4℃ এ জল


38. আলোকবর্ষ কিসের একক ? (WBP 2006)
[A] দূরত্ব ✔
[B] সময়
[C] বেগ
[D] শক্তি

39. নিচের কোন সংকেত অ্যালকেনের উদাহরণ ?  (WBP 2006)
[A] C5H8
[B] C7H16 ✔
[C] C10H30
[D] C6H18

40. এক প্রকার কোশ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই প্রকার কোশ বিভাজন সংঘটিত হয় ?  (WBP 2006)
[A] শুক্রাশয়
[B] ডিম্বাশয়
[C] শুক্রাশয় ও ডিম্বাশয় ✔
[D] বৃক্ক