আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 28

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 28


*********************


1. DNA যে বংশগতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হার্সে ও চেজ যে ভাইরাস বিক্রি করেছিলেন সেটি কি ? (WBP 2005)
[A] ব্যাকটেরিওফাজ ✔
[B] ফুলকপির মোজাইক ভাইরাস
[C] ডালিয়ার মোজাইক ভাইরাস
[D] T - ব্যাক্টেরিওফাজ 

2. ক্লোরোফিলে নিম্নের কোন ধাতু রয়েছে ? (WBP 2005) 
[A] তামা
[B] ম্যাঙ্গানিজ
[C] ক্যালসিয়াম
[D] ম্যাগনেসিয়াম ✔

3. DNA থেকে RNA সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে ? (WBP 2005) 
[A] DNA রেপ্লিকেশন
[B] RNA পলিমারাইজেশন
[C] ট্রান্সক্রিপশন ✔
[D] DNA ডুপ্লিকেশন

4. 220 ভোল্ট যুক্ত 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত ? (WBP 2005)
[A] 100
[B] 200
[C] 484 ✔
[D] 300

5. নিম্নের কোনটি নিউক্লিও প্রোটিন ? (WBP 2005)
[A] ক্যাপসিড
[B] হিস্টোন ✔
[C] টাইবোসোম
[D] প্রায়ন

6. কালজ্বর রোগের সংক্রমণ ঘটায় কোনটি ? (WBP 2005)
[A] স্যান্ড মাছি ✔
[B] গৃহ মাছি
[C] সাদা মাছি
[D] মশা

7. ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটির সংক্রমণে ? (WBP 2005)
[A] প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স
[B] প্লাজমোডিয়াম ম্যালেরি
[C] প্লাজমোডিয়াম ওভেল
[D] প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ✔

8. হার্জ কিসের একক ? (WBP 2005)
[A] কম্পাঙ্ক ✔
[B] বেগ
[C] দ্রুতি
[D] ত্বরণ 

9. একটি ডাক্তারি থার্মোমিটার - (WBP 2005)
[A] গরিষ্ঠ থার্মোমিটার ✔
[B] লঘিষ্ঠ থার্মোমিটার
[C] রোধ থার্মোমিটার
[D] এলকোহল থার্মোমিটার

10. একটি তড়িৎ চুম্বক হল - (WBP 2005)
[A] প্রাকৃতিক চুম্বক
[B] স্থায়ী চুম্বক
[C] সামরিক চুম্বক ✔
[D] অচৌম্বক

11. নিম্নের কোনটি পরিপাকের অন্তিম যৌগ অ্যামাইনো এসিড ? (WBP 2005)
[A] স্নেহপদার্থ
[B] প্রোটিন ✔
[C] শ্বেতসার
[D] শর্করা 

12. বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত ? (WBP 2005)
[A] ট্রপস্ফিয়ার ✔
[B] স্ট্রাটস্ফিয়ার
[C] ট্রপোপজ
[D] আয়নস্ফিয়া

13. কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ ? (WBP 2005)
[A] বিষুবরেখায়
[B] উত্তর ও দক্ষিণ মেরু বিন্দুদ্বয় ✔
[C] 30 ডিগ্রি অক্ষাংশ
[D] মকর সংক্রান্তিরেখায়

14. কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে ? (WBP 2005)
[A] 273K
[B] 4K
[C] 277K ✔
[D] 0K

15. পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি কি ছিল ? (WBP 2005)
[A] সাইট্রিক এসিড
[B] ইউরিয়া ✔
[C] ফরমিক এসিড
[D] ল্যাকটোজ

16. বায়ুমণ্ডলের প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নিস্ক্রমনের ফলে গ্রিন হাউস গ্যাস প্রভাব দেখা যায় ? (WBP 2005)
[A] কার্বন-ডাই-অক্সাইড ✔
[B] নাইট্রিক অক্সাইড
[C] সালফার ডাই অক্সাইড
[D] কার্বন মনো অক্সাইড

17. নিম্নের কোনটি মোটর গাড়ি নি:সৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করেছে ? (WBP 2005)
[A] কপার
[B] নিকেল
[C] সীসা ✔
[D] লোহা 

18. জলে কিছু লবন মেশানো হলো, নতুন দ্রবনের স্ফুটনাঙ্ক ? (WBP 2005)
[A] বৃদ্ধি পায় ✔
[B] হ্রাস পায়
[C] অপরিবর্তিত থাকে 
[D] কোনোটাই নয়

19. 0℃ উষ্ণতায় শূন্য মাধ্যমে শব্দের বেগ কত ? (WBP 2005)
[A] 320 m/s
[B] 322 m/s
[C] 0 m/s ✔
[D] 330 m/s

20. শস্য পুষ্টি যোজনায় কেন সীম গোষ্ঠী উদ্ভিদের চাষের প্রাথমিক প্রয়োজনীয়তা আছে ? (WBP 2005)
[A] এদের মূলে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাক্টেরিয়া থাকার জন্য ✔
[B] মাটিতে নাইট্রেট যোগ করে
[C] সবুজ সার যোগ করে
[D] নাইট্রোজেন যৌগ তৈরি করে