আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 27

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 27


*********************


1. মগধের পূর্বতন রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ বৈশালী
Ⓑ রাজগির *
Ⓒ পাটলিপুত্র
Ⓓ কৌশম্বি

■ এর পর মগধের সাম্রাজ্য হয় পাটলিপুত্র (বর্তমানে পাটনা)
■ বিম্বিসারের পুত্র অজাতশ্রত্রু রাজধানী স্থানান্তর করে পাটলিপুত্রে নিয়ে যান 


2. হরপ্পা সভ্যতা কোন সালে আবিষ্কৃত হয় ?
Ⓐ 1905
Ⓑ 1921 *
Ⓒ 1922
Ⓓ 1926

■ দয়ারাম সাহানি এটি আবিষ্কার করেন 
রবি নদীর তীরে এটি আবিষ্কৃত হয় 
■ 1922 সালে রাখাল দাস ব্যানার্জী মহেঞ্জদারো আবিষ্কার করেন 

3. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ ধননন্দ
Ⓑ শিবানন্দ
Ⓒ শিশুনাগ নন্দ
Ⓓ মহাপদ্ম নন্দ *

■ এটি ছিল প্রথম অক্ষত্রিয় সাম্রাজ্য
■ এর স্থায়িত্ব কাল - আনুমানিক 345 BC - 321 BC
■ এর শেষ রাজা ছিলেন ধননন্দ 

4. নিম্নের কাকে এশিয়ার আলো বলা হয় ?
Ⓐ মহাবীর
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ গৌতম বুদ্ধ *
Ⓓ স্বামী বিবেকানন্দ

■ তাকে Light of Asia, The Enlightened One নামে ডাকা হয় 
■ তিনি সারনাথে তাঁর প্রথম উপদেশ দেন
■ অষ্টাঙ্গিক মার্গ বা Eight fold path তিনি দিয়ে গেছেন 

5. পুরন্দরের চুক্তি কাদের মধ্যে সম্পন্ন হয় ?
Ⓐ আফগান এবং পর্তুগিজ
Ⓑ বাংলার নবাব এবং রাজপুত
Ⓒ চোল এবং নন্দ বংশ
Ⓓ মুঘল এবং মারাঠা *

■ 11 ই জুন, 1665 এ এটি স্বাক্ষরিত হয় 
ছত্রপতি শিবাজী মহারাজ এবং রাজা জয় সিং এর মধ্যে এটি স্বাক্ষরিত হয়

6. খালসা পন্থ এর স্থাপনা করেন নিম্নের কোন শিখ গুরু ?
Ⓐ গুরু নানক দেব
Ⓑ গুরু অর্জুন দেব
Ⓒ গুরু তেজ বাহাদুর
Ⓓ গুরু গোবিন্দ সিং *


7. 1857 সালের মহাবিদ্রোহে ঝাঁসি থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন ?
Ⓐ বেগম হজরত মহল
Ⓑ রানী লক্ষ্মীবাঈ *
Ⓒ জেনারেল বখত খান
Ⓓ তাঁতিয়া টোপি

■ তাকে দমন করেন হিউজ রস 
■ মহাবিদ্রোহ শুরু হয় 10 ই মে, 1857 সালে মিরাট থেকে

8. 1931 সালের কংগ্রেস অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ? 
Ⓐ পাটনা
Ⓑ লাহোর 
Ⓒ দিল্লী
Ⓓ করাচি *

■ এই সভার সভাপতি ছিলেন সর্দার প্যাটেল 
■ এটি গঠন হয় - 1885 
■ প্রথম সভাপতি - উমেশ চন্দ্র ব্যানার্জী

9. ভারতের ডেমোগ্রাফিক ইতিহাসে কোন সাল কে বলা হয় Year of Great Divide ?
Ⓐ 1931
Ⓑ 1912
Ⓒ 1951
Ⓓ 1921 *

■ এই সালের আগে কোনো নিৰ্দিষ্ট হারে জনসংখ্যা বৃদ্ধি পায় নি, কোনো বছর বাড়লেও কোনো বছর হ্রাস পেয়েছে কিন্তু উক্ত সালের পর থেকে জনসংখ্যা এক নাগাড়ে বৃদ্ধি পেতে থাকে 

10. নিম্নের কে 1925 সালের কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন না ?
Ⓐ রাম প্রসাদ বিসমিল
Ⓑ আশফাকুল্লা খান
Ⓒ রোশান সিং
Ⓓ ভগৎ সিং *

■ তিনি 1926 সালে নওজওয়ান ভারত সভা স্থাপন করেন এবং 1928 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান এসোসিয়েশন (HSRA) প্রতিষ্ঠা করেন
■ তাঁর ফাঁসি হয় 23 শে মার্চ, 1931
এই ষড়যন্ত্র এর পরিকল্পনা করেছিলেন রাম প্রসাদ বিসমিল এবং আশফাকুল্লা খান

11. নীলগিরি পাহাড় টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ তামিলনাড়ু *
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ গোয়া

■ এটির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা 
■ এটি পশ্চিম ঘাটের অংশ 
■ কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকের ত্রিকোণ সংযোগে এটি অবস্থিত

12. নিম্নের কোন ভুমিরূপ ভারতে গঠিত হয় না ?
Ⓐ মালভূমি
Ⓑ পর্বত
Ⓒ উপকূলীয় সমভূমি
Ⓓ উপরের সবগুলি গঠিত হয় *

13. ছোটনাগপুর মালভূমি নিম্নের কোন অঞ্চল এর অন্তর্ভুক্ত নয় ?
Ⓐ মহারাষ্ট্র *
Ⓑ বিহার
Ⓒ ওড়িশা
Ⓓ ঝাড়খন্ড 

■ এটি দক্ষিণাত্য মালভূমির অংশ
■ ছোটনাগপুর মালভূমির সঙ্গে যুক্ত অঞ্চল হলো - ঝাড়খন্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার এবং ছত্তিশগড়

14. ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে ?
Ⓐ মধ্যপ্রদেশ *
Ⓑ অরুণাচল প্রদেশ
Ⓒ আসাম
Ⓓ মেঘালয়

■ এটিতে মোট 12 টি জাতীয় উদ্যান আছে 

15.  ভারতের প্রথম 'গ্রীন পোর্ট' নিম্নের কোনটি ?
Ⓐ কান্ডলা
Ⓑ হলদিয়া *
Ⓒ পারাদ্বীপ
Ⓓ এননোর

16. থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত থাইরক্সিন হরমোনের অন্যতম উপাদান হলো -
Ⓐ লোহা
Ⓑ আয়োডিন *
Ⓒ ক্রোমিয়াম
Ⓓ ফ্লুরিন

■ এর উৎস - সামুদ্রিক খাবার, লবণ প্রভৃতি

17. নিম্নের কোন ভিটামিন লোহিত রক্তকণিকা তৈরিতে ও ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে ?
Ⓐ ভিটামিন - C
Ⓑ ভিটামিন - D
Ⓒ ভিটামিন - B9 *
Ⓓ ভিটামিন - B7

■ এর রাসায়নিক নাম - ফোলিক এসিড 
উৎস - সবুজ শাক সবজি, সোয়াবিন 

18. ক্রোমোজোম নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ গলগি বডি
Ⓑ নিউক্লিয়াস *
Ⓒ ভ্যাকুওল
Ⓓ প্লাস্টিড 

19. বৃষ্টির জলকণা গোলকাকার হয় কারণ -
Ⓐ বায়ু চাপ
Ⓑ সান্দ্রতা
Ⓒ অভিকর্ষজ ত্বরণ
Ⓓ পৃষ্ঠটান *

■ এটির SI একক নিউটন/মিটার

20. SI পদ্ধতিতে লেন্সের ক্ষমতার একক কি ?
Ⓐ জুল
Ⓑ নিউটন/মিটার-সেকেন্ড
Ⓒ ডায়পটার *
Ⓓ এটির কোনো একক নেই

21. পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পটি কবে চালু হয় ?
Ⓐ 2016
Ⓑ 2014
Ⓒ 2013 *
Ⓓ 2012

■ উক্ত সালের 3 অক্টোবর এটি চালু হয় 
■ 18-45 বছর বয়সের বেকার যুবক-যুবতীদের মাসিক 1500 টাকা করে ভাতা প্রদান

22. ভারতের প্রথম মহিলা হিসেবে বুকার প্রাইজ কে জিতেছেন ?
Ⓐ সি ভি মুহাম্মা
Ⓑ ঝুম্পা লাহিড়ী
Ⓒ অরুন্ধতী রায় *
Ⓓ অশাপূর্না দেবী

■ দ্য গড অফ স্মল থিংস এর জন্য এই প্রাইজ জেতেন
■ জ্ঞানপীঠ প্রাপক প্রথম মহিলা - অশাপূর্না দেবী

23. ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কাকে বলা হয় ?
Ⓐ রাষ্ট্রপতি *
Ⓑ প্রতিরক্ষা বিভাগের প্রধান
Ⓒ প্রধানমন্ত্রী
Ⓓ প্রতিরক্ষা মন্ত্রী

■ সংবিধানের আর্টিকেল 52 - 74 পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমতা বর্ণিত আছে

24. কোন সালে ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় ?
Ⓐ 1951 *
Ⓑ 1952
Ⓒ 1950
Ⓓ 1953

25. রাজসভার সদস্যদের কার্যকাল কত বছর ?
Ⓐ 6 বছর *
Ⓑ 5 বছর
Ⓒ 4 বছর
Ⓓ 2 বছর 

■ বর্তমানে রাজসভার সদস্য সংখ্যা - 245 
(সর্বোচ্চ থাকতে পারে 250 জন)
রাজ্যসভার চেয়ারম্যান - উপরাষ্ট্রপতি 

26. স্মৃতি মন্দনা নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ টেবিল টেনিস
Ⓑ হকি
Ⓒ লন টেনিস
Ⓓ ক্রিকেট *

27. নিম্নের কোন দেশে Bull Fighting একটি প্রসিদ্ধ ক্রীড়া ?
Ⓐ স্পেন *
Ⓑ কানাডা
Ⓒ স্কটল্যান্ড
Ⓓ জাপান

28. আন্তর্জাতিক ন্যায়ালয় নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ ইউএস
Ⓑ ফ্রান্স
Ⓒ নেদারল্যান্ড *
Ⓓ কানাডা