দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 17/11/2023 & 18/11/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  17/11/2023 & 18/11/2023

********************


17/11/2023
● 1. স্পেনের প্রধানমন্ত্রী পদে Pedro Sanchez পদে পুনরায় নির্বাচিত করা হলো 
● 2. ভারতীয় স্কাইড্রাইভার শীতল মহাজন মাউন্ট এভারেস্টের কাছে 21,500 ফুট উচ্চতা থেকে হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিজের নামে ইতিহাস গড়লেন 
● 3. ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্লান্ট হেল্থ ম্যানেজমেন্ট ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে 
● 4. কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড (CDB) কল সেন্টার ফ্যাসিলিটি 'Hello Naariyal' লঞ্চ করলো 
● 5. ভারতীয় নৌবাহিনী 'Amini' নামক অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফট লঞ্চ করলো 
● 6. UPI এর উপর IndusInd ব্যাংক 'IndusInd Bank Platinum RuPay Credit Card' লঞ্চ করলো 
● 7. যৌথ মিলিটারি অনুশীলনের নবম সংস্করণ 'Exercise MITRA SHAKTI-2023' পুনেতে শুরু হলো
● 8. ইউএস এর এডমিনিষ্ট্রেটিভ কনফারেন্স এ ভারতীয়-আমেরিকান Shakuntla Bhaya কে নিযুক্ত করলেন ইউএস রাষ্ট্রপতি জো বিডেন 
● 9. কিশোর-কিশোরীদের জন্য AI Chatbot Bard লঞ্চ করলো গুগল 
● 10. 17 ই নভেম্বর International Students Day 2023 পালন করা হলো, এছাড়া এই দিনটি National Epilepsy Day হিসেবেও পালিত হলো


18/11/2023
✦ 1. অযোধ্যার সরায়ু নদীতে নেভিগেট করতে চলেছে সোলার চালিত 'Ramayana' ভ্যাসেল
✦ 2. ভারত সম্প্রতি দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ হোস্ট করলো, থিম - Energy Security and development: Roadmap to Prosperity
✦ 3. বাংলাদেশ উপকূলে সম্প্রতি  ‘Midhili’ নামক ঘূর্ণিঝড়টি আছড়ে পড়লো 
✦ 4. বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক A.S. Byatt 87 বছর বয়সে প্রয়াত হলেন 
✦ 5. জয়পুরের ওয়াক্স মিউজিয়ামে বিরাট কোহলির মোমের মূর্তি স্থাপিত হতে চলেছে 
✦ 6. আইপিএস অফিসার অলোক শর্মাকে স্পেশ্যাল প্রোটেকশন ফোর্সের (SPG) নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো 
✦ 7. 72 টি ইউনিকর্ন সহ গ্লোবাল ইউনিকর্ন সূচীতে ভারত তৃতীয় স্থান অধিকার করলো 
✦ 8. অশোক বর্মাকে এমডি এবং সিইও পদে নিযুক্ত করলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক 
✦ 9. সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ আসাম (SEBA) এবং আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল (AHSEC) মার্জ করার অনুমোদন দিলো আসাম মন্ত্রীপরিষদ
✦ 10. 96 তম অ্যাকাডেমী আওয়ার্ড 2024 হোস্ট করতে চলেছে Jimmy Kimmel