দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 15/11/2023 & 16/11/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  15/11/2023 & 16/11/2023

********************

15/11/2023
★ 1. ইন্দোনেশিয়ার জাকার্তাতে 10 ম ASEAN ডিফেন্স মিনিস্টার্স মিটিং-প্লাসে অংশগ্রহণ করতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 
★ 2. সাহারা গ্রুপ প্রতিষ্ঠাতা সুব্রত রায় 75 বছর বয়সে প্রয়াত হলেন 
★ 3. Jocata এর সাথে মিলিত হয়ে SIDBI 'Sumpoorn' নামক MSME ইকোনমিক এক্টিভিটি ইনডেক্স এর সূচনা করলো 
★ 4. এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর পাঁচ দিনের সফরে সংযুক্ত রাজ্যে (UK) গেলেন 
★ 5. ইউএস এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সিকিউরিটি চুক্তি সংশোধিত করা হলো 
★ 6. US varsity প্রকাশিত ইনক্লুসিভ ইনডেক্সে ভারত 129 টি দেশের মধ্যে 117 তম স্থান অধিকার করলো 
★ 7. Zero Hunger অর্জন করতে মেঘালয় সরকার 'Food Security' ক্যাম্পেইন লঞ্চ করলো 
★ 8. পাঞ্জাবের Shiromani Gurdwara Parbandhak কমিটির প্রেসিডেন্ট পদে হারজিন্দার সিং ধামীকে পুনরায় নির্বাচিত করা হলো 
★ 9. ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা করলেন 
★ 10. সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটকে সাসপেন্ড করলো আইসিসি


16/11/2023
★ 1. বিশ্বকাপের 50 টি ছয় মারা প্রথম ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা 
★ 2. আগামী 21 শে নভেম্বর ভুবনেশ্বরে AIFF-FIFA ট্যালেন্ট একাডেমী লঞ্চ হতে চলেছে 
★ 3. মহারাষ্ট্রের লতা মুঙ্গেশকর আওয়ার্ড 2023 এর জন্য সুরেশ ওয়েদকারকে বেছে নেওয়া হলো 
★ 4. স্বাধীনতা সংগ্রামী এবং কমিউনিস্ট নেতা N Sankaraiah 102 বছর বয়সে প্রয়াত হলেন 
★ 5. তৃতীয় হকি ইন্ডিয়া ওমেন'স চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হারদ্বীপ সিং পুরী
★ 6. অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মত অনুযায়ী ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়ে চলেছে 
★ 7. প্রতিবছর 16 ই নভেম্বর জাতীয় প্রেস দিবস পালন করা হয়, জনজাতীয় গৌরব দিবস বা Tribal Pride Day গত 15 ই  নভেম্বর পালিত হলো 
★ 8. পাকিস্তান ভিত্তিক স্টার্টআপ She-Guard টপ ক্লাইমেট ইনোভেশন কম্পিটিশন জিতলো 
★ 9. নবম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ফরিদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে 
★ 10. প্রথম ‘Lifetime Disturbing the Peace Award' পেলেন প্রখ্যাত লেখক সালমান রুশদী