দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 13/11/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  13/11/2023

********************


★ 1. প্রথম রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড গ্রহণ করতে চলেছে উত্তরাখন্ড 

★ 2. ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেল্থ (WOAH) রিজিওনাল কমিশন ফর এশিয়া এন্ড দি প্যাসিফিকের 33 তম কনফারেন্স নতুন দিল্লীতে হোস্ট করতে চলেছে ভারত

★ 3. আইসিসি হল অফ ফ্রেমে তিনজন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ, ডিয়ান এডুলজি এবং অরবিন্দ ডি সিলভাকে অন্তর্ভুক্ত করা হলো 

★ 4. 22 লাখের বেশি প্রদীপ জ্বালিয়ে গিনিজ রেকর্ড গড়লো অযোধ্যা 

★ 5. ইস্টার্ন ফ্লিট কম্যান্ডের দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল রাজেশ ধানকার 

★ 6. প্রতিবছর 13 ই নভেম্বর World Kindness Day পালিত হয় ,থিম - Be Kind Wherever Possible

★ 7. জাপানের প্রধানমন্ত্রী পদে Fumio Kishida কে পুনরায় নিযুক্ত করা হলো 

★ 8. কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে 'Annual Capacity Building' লঞ্চ করলেন 

★ 9. ভারত ইউএস এর সাথে '2+2' মিনিস্টারিয়াল ডায়ালগ সম্পন্ন করলো 

★ 10. 'Make in India' ল্যাপটপের জন্য 8 টি EMS কোম্পানির সাথে চুক্তি করলো Intel