দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 07/11/2023, 08/11/2023 & 09/11/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  07/11/2023, 08/11/2023 & 09/11/2023

********************

07/11/2023
★ 1. কেন্দ্রীয় মন্ত্রী পার্ষত্বম রূপালা ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাসব্যান্ড্রি এন্ড ডেয়ারিং এর প্যাভিলিয়নের উদ্বোধন করলেন 
★ 2. এয়ার কোয়ালিটি মনিটর করতে আইআইটি কানপুর একটি সেন্টার অফ এক্সেলেন্স 'ATMAN' লঞ্চ করলো 
★ 3. এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 এ ভারতীয় মহিলা হকি দল গোল্ড মেডেল জিতলো 
★ 4. রেডবুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 খেতাব জিতলেন 
★ 5. তাঞ্জানিয়ার Zanzibar আইল্যান্ড এ প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করলো আইআইটি মাদ্রাস
★ 6. ট্রেড ফাইন্যান্সকে আধুনিক করতে HSBC ইন্ডিয়া E-Bank গ্যারান্টি লঞ্চ করলো 
★ 7. নতুন চিফ ইনফরমেশন কমিশনার পদে হীরালাল সমারিয়াকে নিযুক্ত করা হলো 
★ 8. 54 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়াতে অনুষ্ঠিত হতে চলেছে 
★ 9. বিখ্যাত সঙ্গীতশিল্পী ও পন্ডিত Leela Omchery 94 বছর বয়সে প্রয়াত হলেন 
★ 10. গুজরাটে ভারতের বৃহত্তম কোল্ড অয়েল প্রোডাকশন ফ্যাসিলিটি খুলতে চলেছে ভারত বোটানিক্স

08/11/2023
🎯 1. লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট এ ভারতের মিনিস্ট্রি অফ ট্যুরিজম অংশগ্রহণ করলো, এটির থিম -  Incredible India! Visit India Year 2023
🎯 2. ন্যাশনাল গেমসে আর্চার দীপিকা কুমারী দুটি গোল্ড মেডেল এবং একটি সিলভার নিশ্চিত করলেন 
🎯 3. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স এর 95 তম সদস্য হলো চিলি 
🎯 4. প্রতিবছর 8 ই নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয় 
🎯 5. ভারতের বিউটি রিটেইল সেগমেন্টকে পাল্টাতে Sephora এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস জোটবদ্ধ হলো 
🎯 6. FIDE গ্র্যান্ড সুইস চেস ইভেন্টে ভারতীয় চেস খেলোয়াড় Vidit Gujrathi এবং R Vaishali খেতাব জিতলো 
🎯 7. ভারতে ফিনান্সিয়াল ইনক্লুশন এবং সাক্ষরতা প্রমোট করতে অ্যাক্সিস ব্যাংক এবং IRMA জোটবদ্ধ হলো 
🎯 8. Apolinaris D’Souza কে 19 তম 'Kalakar Puraskar' আওয়ার্ড এ সম্মানিত করা হলো 
🎯 9. ভারতীয় এগ্রি-প্রোডাক্ট এক্সপোর্টকে গতি প্রদান করতে APEDA এবং Lulu Hypermarket জোটবদ্ধ হলো 
🎯 10. গ্রাসরুট ফুটবলের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) AFC President’s Recognition ব্রোঞ্জ আওয়ার্ড জিতলো


09/11/2023
● 1. প্রতিবছর 9 - 15 ই নভেম্বর International Week of Science and Peace (IWOSP) পালন করা হয় 
● 2. QS এশিয়া ইউনিভার্সিটি সূচী 2024 এ আইআইটি বোম্বে (40 তম) এবং আইআইটি দিল্লী (46 তম) সেরা 50 এর মধ্যে স্থান পেলো 
● 3. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 6.3% নির্ধারণ করলো UBS
● 4. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (Meity) সেক্রেটারি শ্রী এস কৃষ্ণন LEAP AHEAD ইনিশিয়েটিভ লঞ্চ করলেন 
● 5. জম্মু-কাশ্মীরের Kupwara জেলাতে ছত্রপতি শিবাজী মহারাজ এর মূর্তির উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে 
● 6. আদানির শ্রীলঙ্কা পোর্ট টার্মিনাল প্রজেক্টে $553 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা করলো ইউএস 
● 7. কঙ্কন রেলওয়ের পরবর্তী চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন সন্তোষ কুমার ঝা 
● 8. গুজরাটের ভাপিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 12 টি জিএসটি সেবা কেন্দ্র লঞ্চ করলেন 
● 9. ভারতের সার্ভেয়ার জেনারেল পদে Hitesh Kumar S Makwana কে নিযুক্ত করা হলো 
● 10. টাটা পাওয়ার রিনিউএবেল এনার্জি লিমিটেড (TPREL) এর সিইও এবং এমডি পদে দীপেশ নন্দকে নিযুক্ত করা হলো