দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 05/11/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  05/11/2023

********************



■ 1. প্রতিবছর 5 ই নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়, এবছরের থিম - Fighting Inequality for a Resilient Future

■ 2. সিনিয়র ইন্ডিয়ান ডিপ্লোম্যাট সুরেন্দ্র আধানাকে Administrative and Budgetary Questions (ACABQ) এর উপদেষ্টা কমিটিতে পুনরায় নির্বাচিত করা হলো 

■ 3. দুই দেশের মধ্যে শিক্ষাগত সংযোগ বাড়াতে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী চুক্তিস্বাক্ষর করলো

■ 4. কেন্দ্রীয় মন্ত্রী সর্বোনন্দ সোনোয়াল মুম্বাইতে প্রথম ইন্টারন্যাশনাল ক্রুজ লাইনার 'COSTA SERENA' লঞ্চ করলেন 

■ 5. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে কো-লেন্ডিং পার্টনারশিপ শুরু করলো মাহিন্দ্রা ফাইন্যান্স 

■ 6. ভারত জুড়ে শ্রেণিকক্ষে ইলেক্টরাল সচেতনতা আনতে নির্বাচন কমিশন এবং শিক্ষা মন্ত্রক চুক্তি স্বাক্ষর করলো 

■ 7. IIyushin (IL) - 38 সী ড্রাগন এয়ারক্রাফটকে সম্প্রতি ডিকমিশন করলো ভারতীয় নৌবাহিনী 

■ 8. AU স্মল ফাইন্যান্স ব্যাংক এবং ixigo প্রিমিয়াম কো-ব্র্যান্ডেড ট্রাভেল ক্রেডিট কার্ড লঞ্চ করলো 

■ 9. মহারাষ্ট্রে ভারতের প্রথম PDH প্লান্টের জন্য প্রোপেন সরবরাহের খাতিরে BPL এবং GAIL 63,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো 

■ 10. ঝাড়খন্ড মন্ত্রীপরিষদ 'Abua Awas Yojana' হাউসিং স্কীমের মান্যতা দিলো