দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 01/11/2023, 02/11/2023 & 03/11/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  01/11/2023, 02/11/2023 & 03/11/2023

********************


01/11/2023
❖ 1. AI সেফটি সামিট 2023 হোস্ট করতে চলেছেন ইউনাইটেড কিংডম মুখ্যমন্ত্রী ঋষি সুনাক 
❖ 2. IFFI তে আন্তর্জাতিক জুরি প্যানেলের সভাপতি হতে চলেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর 
❖ 3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলা-অখাওড়া রেল লিঙ্ক প্রজেক্ট এর ভার্চুয়াল উদ্বোধন করলেন 
❖ 4. কোঝিকোড়ে কে ভারতের প্রথম 'City of Literature' এর আখ্যা দিলো ইউনেস্কো 
❖ 5. 10 বছর বয়সী বেঙ্গালুরুর কিশোর Vihaan Talya Vikas 'ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অফ দি ইয়ার' আওয়ার্ড জিতলো
❖ 6. ভারতের প্রথম WiFi6-Ready ব্রডব্যান্ড নেটওয়ার্ক লঞ্চ করতে নোকিয়া এবং TATA Play Fiber জোটবদ্ধ হলো 
❖ 7. সামাজিক কর্মী দীননাথ রাজপুত রোহিনী নাইয়ার প্রাইজ জিতলেন 
❖ 8. 2034 পুরুষ ফিফা বিশ্বকাপ হোস্ট করতে চলেছে সৌদি আরব 
❖ 9. প্রতিবছর 1 লা নভেম্বর World Vegan Day পালিত হয়, এবছরের থিম - Celebrating for a Good Cause
❖ 10. ডাক্তারদের জন্য ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC) 'ওয়ান নেশন, ওয়ান রেজিস্ট্রেশন পোর্টাল' লঞ্চ করতে চলেছে

02/11/2023
◆ 1. Knight Frank এর প্রাইম গ্লোবাল সিটিজ ইনডেক্সে মুম্বাই চতুর্থ স্থান অধিকার করলো 
◆ 2. ভারতীয় বংশোদ্ভূত লেখক নন্দিনী দাস 2023 ব্রিটিশ অ্যাকাডেমী বুক প্রাইজ জিতলেন 
◆ 3. টাটা পাওয়ার রিনিউইবেল এনার্জির চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর পদে দীপেশ নন্দকে নিযুক্ত করা হলো 
◆ 4. দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর পদে Saima Wazed কে নির্বাচিত করা হলো 
◆ 5. SBI কার্ড এবং রিলায়েন্স রিটেইল জোটবদ্ধ হলো 'রিলায়েন্স SBI কার্ড' লঞ্চ করার জন্য 
◆ 6. দক্ষিণ কাশ্মীরের জাহিদ হুসেন এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সিলভার পদক জিতলো
◆ 7. অসমের প্রাক্তন মন্ত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষক Sarat Barkotoky সম্প্রতি প্রয়াত হলেন 
◆ 8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তিনটে বই প্রকাশ করলেন যার শিরোনাম Ashtadhyayi Bhashya,' 'Ramanandacharya Charitam,' এবং 'Bhagwan Shri Krishna ki Rashtraleela.'
◆ 9. উত্তরাখণ্ডে ভারতের 'হাঙ্গার প্রজেক্ট' কে সাপোর্ট করতে চলেছে নরওয়ে 
◆ 10. প্রাক্তন RBI গভর্নর রাঘুরাম রাজন নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Breaking the Mould'

03/11/2023
★ 1. নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2023 মেগা ফুড ইভেন্টের উদ্বোধন করতে চলেছেন 
★ 2. Kadgatoor Sheetal Venkatesmurt  কে হেড অফ ডিজিটাল চ্যানেলস পদে নিযুক্ত করলো BoB 
★ 3. প্রখ্যাত লেখক T. Padmanabhan সম্প্রতি সম্মানীয় কেরল জ্যোতি আওয়ার্ড পেলেন 
★ 4. শিক্ষাগত বন্ধন মজবুত করতে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী চুক্তি স্বাক্ষর করলো 
★ 5. ভারতে কুকিং প্র্যাকটিসকে ট্রান্সফর্ম করতে EESL 'ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রাম' লঞ্চ করলো 
★ 6. হুরুন ইন্ডিয়া Philanthropy তালিকা 2023 এ শীর্ষস্থান অধিকার করলো HCLTech প্রতিষ্ঠাতা শিব নাদার 
★ 7. আর্মড ফোর্সেস ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে রাজেন্দ্র মেননকে পুনরায় নির্বাচিত করা হলো 
★ 8. এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ 2023 এ পুরুষদের 50m রাইফেল 3 পজিশনে ইভেন্টে ঐশ্বর্য্য প্রতাপ সিং তোমার গোল্ড মেডেল জিতলেন 
★ 9. ইংল্যান্ডের দ্রুত বোলার ডেভিড উইলি 33 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন 
★ 10. জাতীয় একতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মেরা যুব ভারত' প্লাটফর্ম লঞ্চ করলেন