দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 30/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  30/10/2023

********************


◆ 1. Matthew Perry, যিনি FRIENDS টিভি সিরিজে Chandler এর ভূমিকায় বিখ্যাত ছিলেন, 54 বছর বয়সে প্রয়াত হলেন
 
◆ 2. ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স Cayman দ্বীপপুঞ্জকে 'Grey List' থেকে সরিয়ে দিলো 

◆ 3. 37 তম ন্যাশনাল গেমস 2023 এর অফিসিয়াল স্পনসর হলো Paytm

◆ 4. গতকাল 29 শে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালিত হলো, থিম - Together we are #Greater Than Stroke

◆ 5. ভারত সরকার কমপ্রিহেনসিভ ন্যাশনাল ভিশন প্লান 'Vision India@2047' লঞ্চ করতে চলেছে 

◆ 6. ক্রিকেট আইকন এম এস ধোনিকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) 

◆ 7. বিশ্বপ্রেম এবং কর্পোরেট সামাজিক দায়িত্বের কারণে নীতা আম্বানি USISPF গ্লোবাল লিডারশিপ আওয়ার্ড পেলেন 

◆ 8. এশিয়ান প্যারা গেমস 2023 এ পুরুষ দাবাতে দর্পণ ইনানি, সৌন্দর্য প্রধান এবং অশ্বিন গোল্ড মেডেল জিতলেন 

◆ 9. দেশের প্রথম রাজ্য হিসেবে কেরালার 14 টি জেলার সবগুলিতে হলমার্কিং সেন্টার গড়ে উঠলো 

◆ 10. ভারতীয় সেনাবাহিনী এবং এয়ারফোর্স ভারত-কাজাখস্তান যৌথ মিলিটারি অনুশীলন 'Excercise KAZIND - 2023' এ অংশগ্রহণ করলো