দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 28/10/2023 & 29/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  28/10/2023 & 29/10/2023

********************


28/10/2023
➲ 1. ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক গিগাবাইট ব্রডব্যান্ড সার্ভিস 'JioSpaceFiber' এর সূচনা করলো রিলায়েন্স জিও
➲ 2. ইউনিয়ন হাউসিং এন্ড আরবান আফফায়ার্স মন্ত্রী হারদ্বীপ সিং পুরী 16 তম আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স এন্ড এক্সিহিবিশন 2023 এর উদ্বোধন করলেন, থিম - 'Integrated and Resilient Urban Transport'
➲ 3. সম্প্রতি জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা লঞ্চ করলো দিল্লী সরকার 
➲ 4. চার বছর পর মুম্বাইতে Jio MAMI মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো 
➲ 5. 24 তম হর্নবিল উৎসব 2023 আগামী 1 লা ডিসেম্বর থেকে নাগাল্যান্ডে শুরু হতে চলেছে 
➲ 6. চীনের প্রাক্তন প্রিমিয়ার Li Keqiang 68 বছর বয়সে প্রয়াত হলেন 
➲ 7. আগামী 15 ই নভেম্বর কেন্দ্রীয় সরকার 'বিকশিত ভারত সংকল্প যাত্রা' লঞ্চ করতে চলেছে 
➲ 8. এয়ারক্রাফট ইঞ্জিন পার্টস তৈরির জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং Safran চুক্তি স্বাক্ষর করলো 
➲ 9. PRAGATI (Pro-Active Governance and Timely Implementation) এর 43 তম সংস্করণের সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
➲ 10. গোয়ার পানাজিতে জাতীয় গেমস এর 37 তম সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

29/10/2023
■ 1. প্রতিবছর 29 শে অক্টোবর International Day of Care and Support পালিত হয় 
■ 2. মালয়েশিয়ার নতুন রাজা হলেন জহর স্টেটের শাসক Sultan Ibrahim Iskandar
■ 3. ইউএন সেক্রেটারি জেনারেল Antonio Guterres আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর উপদেষ্টা বোর্ড লঞ্চ করলেন 
■ 4. MobiKwik এত Zaakpay কে পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার মান্যতা দিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)
■ 5. ই-কমার্সে ডিসেপ্টিভ প্র্যাকটিস রুখতে কেন্দ্র 'Dark Patterns Buster Hackathon 2023' লঞ্চ করলো 
■ 6. ভারতের প্রথম iPhone ম্যানুফ্যাকচারার হতে চলেছে টাটা 
■ 7. ইন্টারন্যাশনাল কম্পিটিশন নেটওয়ার্ক কমিটির সদস্য হলো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)
■ 8. গিনি উপসাগরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের মধ্যে প্রথম যৌথ নৌ-অনুশীলন সম্পন্ন হলো 
■ 9. নতুন দিল্লীতে ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড (NECL) এর লোগো, ওয়েবসাইট এবং ইস্তাহার লঞ্চ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
■ 10. Jiuquan স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে চীন Shenzhou-17 নামক মনুষ্যবাহী মহাকাশযান লঞ্চ করলো