দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 26/10/2023 & 27/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  26/10/2023 & 27/10/2023

********************


26/10/2023
★ 1. এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী ড. এস জয়শঙ্কর কিরগিস্তানে সফরে গেলেন 22 তম SCO কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট মিটিং এর অংশগ্রহণের জন্য 
★ 2. আগামী 2 রা ডিসেম্বর থেকে দুইদিন ব্যাপী বেঙ্গালুরু সাহিত্য উৎসব শুরু হতে চলেছে 
★ 3. অভিনেতা রাজকুমার রাওকে 'ন্যাশনাল আইকন' হিসেবে নিযুক্ত করতে চলেছে নির্বাচন কমিশন 
★ 4. ইউএস হাউস রিপ্রেজেন্টেটিভ এর স্পিকার হিসেবে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক জনসনকে নির্বাচিত করা হলো 
★ 5. 237 কোটি টাকা অর্থের গ্রাফিন প্রোডাকশন ফ্যাসিলিটি স্থাপন করতে চলেছে কেরল সরকার 
★ 6. প্রাক্তন মুম্বাই ব্যাটসম্যান অমল মজুমদারকে ভারতীয় মহিলা জাতীয় দলের প্রধান কোচ পদে নিযুক্ত করা হলো
★ 7. উত্তরপূর্বে দায়িত্বযুক্ত পর্যটনের জন্য গ্রীন ট্যুরিজম কনক্লেভ হোস্ট করলো শিলং 
★ 8. বিশ্বের বৃহত্তম ঘোস্ট পার্টিকেল ডিটেক্টর 'Trident' তৈরি করতে চলেছে চীন
★ 9. TB অ্যাডভাইজারি গ্রুপে ISB অধ্যাপক সারাং দেও কে নিযুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
★ 10. ভারতে অ্যারোস্পেস এডুকেশন এবং ইনোভেশন প্রমোট করতে Airbus এবং আইআইটি কানপুর জোটবদ্ধ হলো

27/10/2023
➥ 1. জয়পুরের টেকনো হাবে 'iStart Talent Connect Portal' লঞ্চ করলেন রাজস্থান সরকার 
➥ 2. নতুন দিল্লীতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এর সপ্তম সংস্করণ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
➥ 3. AI দ্বারা উন্নত হোম-সার্ভিস প্রদান করতে রিলায়েন্স জিও এবং Plume জোটবদ্ধ হলো 
➥ 4. মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য ম্যাটারনিটি ইন্সুরেন্স প্লানের সূচনা করলো Zomato
➥ 5. সুইস ওয়াচমেকার 'Rado' ক্যাটরিনা কাইফকে গ্লোবাল ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 
➥ 6. দেশীয় ডিমান্ড মেটাতে ভারতের প্রথম রেফারেন্স ফুয়েল এর সূচনা করলো ইন্ডিয়ান অয়েল 
➥ 7. শ্লোকভিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন Robert Fico
➥ 8. ফিনটেক ইউনিকর্ন এ ভারত তৃতীয় স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে ইউএস
➥ 9. প্রতিবছর 27 শে অক্টোবর World Day for Audiovisual Heritage পালিত হয়, থিম - 'Your Window to the World'
➥ 10. হিমাচল প্রদেশের ভারতীয় আর্মির স্পেশ্যাল ফোর্সেস ট্রেনিং স্কুলে প্রথমবার ভার্টিকাল উইন্ড টানেল স্থাপন করা হলো