দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 25/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  25/10/2023

********************

■ 1. দেশের পর্যটন শিল্পকে গতি প্রদান করতে ভারতীয়দের জন্য বিনামূল্যে ভিসার ঘোষণা করলো শ্রীলঙ্কা

■ 2. গত 24 শে অক্টোবর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন দিবস পালন করা হলো 

■ 3. পরের বছরে লঞ্চ করার জন্য বিক্রম - 1 রকেটের উন্মোচন করলো স্কাইরুট অ্যারোস্পেস 

■ 4. IQAir এর মতে গ্লোবালি দ্বিতীয় দূষিততম শহরের তকমা পেলো মুম্বাই 

■ 5. S&P গ্লোবালের মতে জাপানকে অতিক্রম করে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশ হতে চলেছে ভারত 

■ 6. প্রতিবছর অক্টোবরের 24 - 30 পর্যন্ত UN Disarmament সপ্তাহ পালিত হয় 

■ 7. ক্রিকেটার এম এস ধোনিকে Lay’s এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো 

■ 8. মাত্র 40 বলে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল

■ 9. প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাকশন নায়ক Richard Roundtree 81 বছর বয়সে প্রয়াত হলেন 

■ 10. ইউএস রাষ্ট্রপতি জো বিডেন সম্প্রতি অশোক গ্যাডগিলকে হোয়াইট হাউস ন্যাশনাল মেডেল ফর টেকনোলজি এন্ড ইনোভেশন সম্মানে এবং সুব্রা সুরেশকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স সম্মানে সম্মানিত করলেন