দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 24/10/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  -  24/10/2023

********************


❏ 1. প্রতিবছর 24 শে অক্টোবর সম্মিলিত জাতীপুঞ্জ দিবস পালিত হয়, এছাড়া এই দিনটি বিশ্ব পোলিও দিবস হিসেবেও পালিত হয়

❏ 2. বর্ষীয়ান স্পিনার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক বিষান সিং বেদী 77 বছর বয়সে প্রয়াত হলেন 

❏ 3. তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন 'Project Nilgiri Tahr' লঞ্চ করলেন 

❏ 4. নীতি লঙ্ঘনের কারণে L&T Finance এর উপর 2.5 কোটি টাকা ফাইন চাপালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 

❏ 5. বিশ্বের বৃহত্তম টেক্সটাইল ইভেন্ট 'Bharat Tex 2024' হোস্ট করতে চলেছে ভারত 

❏ 6. ক্রপ ইন্সুরেন্স পোর্টাল কভারেজ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার 30,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে 

❏ 7. 'Indianisation' প্রমোট করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রজেক্ট 'Udbhav' লঞ্চ করলেন 

❏ 8. গান্ধীনগরে ভারতের প্রথম তরল ন্যানো DAP ফার্টিলাইজার প্লান্টের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 

❏ 9. জাপান এবং ইউএস এর সাথে প্রথমবার যৌথ এয়ার ড্রিল সম্পন্ন করলো দক্ষিণ কোরিয়া 

❏ 10. ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিসেস (আর্মড ফোর্সেস) এর দায়িত্ব নিলেন এয়ার মার্শাল সাধনা নায়ার